পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বনাঞ্চল এলাকার বাসিন্দাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ বন দপ্তরের - বনাঞ্চলে খাদ্য পৌঁছে দিচ্ছে বন দপ্তর

এখন পর্যন্ত উত্তরবঙ্গের বনাঞ্চলের 10 হাজারেরও বেশি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। একই কাজ চলছে সুন্দরবনেও।

Forest Department supply food to forest villagers
উদ্যোগ বন দপ্তরের

By

Published : Apr 8, 2020, 5:33 PM IST

কলকাতা, 8 এপ্রিল: রাজ্যের বনাঞ্চল লাগোয়া এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়াল বনদপ্তর । সেই সব এলাকায় এবার খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উদ্যোগী হলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুর, জলদাপাড়া, বক্সা, লাটাগুড়ির মতো এলাকাগুলির 10 হাজারেরও বেশি মানুষের কাছে বন দপ্তরের তরফে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিট এলাকাগুলিতে প্রতিদিন রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

বনাঞ্চল লাগোয়া বাসিন্দাদের খাবার পৌঁছে দিচ্ছে বন দপ্তর।

এই প্রসঙ্গে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মানুষ। প্রত্যেকের ঘরেই অভাব। তাই বন দপ্তরের উদ্যোগে বনাঞ্চলে বসবাসকারী মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সারমেয়দের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।"

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি রান্না করা খাবার পাঠানো হচ্ছে দক্ষিণবঙ্গের জঙ্গল লাগোয়া প্রত্যন্ত গ্রামগুলিতেও। সুন্দরবনের সজনেখালি, হেতাল সহ কয়েকটি জায়গায় রান্না করা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details