পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, পশ্চিমের জেলায় বৃষ্টির পূর্বাভাস - The next 48 hours will be chilly across the state

আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে । পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

for-the-time-being-winter-is-in-full-swing-across-the-state
for-the-time-being-winter-is-in-full-swing-across-the-state

By

Published : Jan 28, 2021, 12:52 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: শীত বিদায় নিচ্ছে না । আপাতত আরও দু'দিন রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ । উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই থাকবে জাঁকিয়ে শীতের অনুভূতি । এইসঙ্গে উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে 50 মিটারের কাছাকাছি নেমে আসবে । কোচবিহারের দৃশ্যমানতা 200 থেকে 50 মিটারের মধ্যে থাকবে । দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলিতে সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । উত্তরে হাওয়া বিনা বাধায় প্রবেশ করছে রাজ্যে । এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে । জানিয়েছে হাওয়া অফিস ৷

আরও পড়ুন:কলকাতায় এক ধাক্কায় পারদ কমল 4 ডিগ্রি, শুক্র-শনি জাঁকিয়ে শীত

আগামীকাল শুক্রবার পশ্চিমের জেলাগুলোতে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল পশ্চিমের জেলাগুলোতে সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে । পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সেখানে 30 জানুয়ারির পর থেকে আকাশ পরিষ্কার হবে । প্রবেশ করবে উত্তরে হওয়া, কমবে তাপমাত্রার পারদও । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে ।

আরও পড়ুন: আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা শহর ও শহরতলিতে আজ সকালেও ছিল হালকা কুয়াশা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয় । অন্যদিকে কলকাতার তাপমাত্রা আরও কমেছে । আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গতকাল ছিল 14 ডিগ্রি সেলসিয়াস । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23. 4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 42 শতাংশ ছিল । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

ABOUT THE AUTHOR

...view details