পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাঙ্কার থেকে নজরদারি, শহরজুড়ে আঁটসাট নিরাপত্তা ব্যবস্থা - কলকাতা

আগামীকাল রাত থেকেই শহরের সবক'টি এন্ট্রিপয়েন্টে চলবে নাকা চেকিং । এছাড়াও রেড রোড এলাকাকে কেন্দ্র করে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় । কুচকাওয়াজের জন্য আগামীকাল রাত দশটা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড চত্বরের যান চলাচল । যা বহাল থাকবে 26 জানুয়ারি কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত । লালবাজার সূত্রে এমন খবরই পাওয়া গেছে ।

Republic day security
ফাইল ছবি

By

Published : Jan 25, 2020, 1:54 AM IST

Updated : Jan 25, 2020, 11:59 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আঁটসাট করা হচ্ছে কলকাতার নিরাপত্তা । ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দর এবং কলকাতা-হাওড়ার মত দু'টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে । আগামীকাল রাত থেকেই শহরের সবক'টি এন্ট্রিপয়েন্টে চলবে নাকা চেকিং । এছাড়াও রেড রোড এলাকাকে কেন্দ্র করে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় । লালবাজার সূত্রে এমন খবরই পাওয়া গেছে ।

জানা গেছে, রেড রোডে থাকবে প্রথমে গার্ড রেল, তারপর কাঠ এবং বাঁশের ব্যারিকেড । সবশেষে থাকবে পুলিশের সজাগ নিরাপত্তা বেষ্টনী । শুধুমাত্র রেড রোডেই মোতায়েন থাকছে 3000 পুলিশকর্মী । কুড়িজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার মূল দায়িত্বে । তাঁদের সঙ্গে থাকবেন 50 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । রেড রোডে থাকবেন স্বয়ং পুলিশ কমিশনার, স্পেশাল কমিশনার, তিনজন অতিরিক্ত পুলিশ কমিশনার, এবং যুগ্ম কমিশনাররা ।

লালবাজার সূত্রে খবর, পুরো রেড রোডকে ভাগ করা হয়েছে দু'টি সেক্টরে । তৈরি করা হয়েছে 30 টির বেশী পয়েন্ট । এই পয়েন্টগুলোতে স্বয়ংক্রিয় রাইফেল, কারবাইন, সেলফ লোডেড রাইফেলসহ আর্মড পুলিশের কর্মীরা থাকবেন । এছাড়াও মহিলাদের দল ওয়ারিয়র্স মোতায়েন থাকবে রেড রোডের বিভিন্ন পয়েন্টে । সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে 10 টি স্যান্ড বাঙ্কার । এছাড়াও তৈরি করা হচ্ছে দশটি ওয়াচ টাওয়ার । থাকবে কুইক রেসপন্স টিম । এছাড়াও HRFS এবং RFS-এর গাড়িও থাকবে ওই চত্বরে । গোটা শহরে থাকতে চলেছে 23 টি RFS-এর এবং 11 টি HRFS-এর গাড়ি । কুচকাওয়াজের জন্য আগামীকাল রাত দশটা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড চত্বরের যান চলাচল । যা বহাল থাকবে 26 জানুয়ারি কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ।

26 জনুয়ারি মুখ্যমন্ত্রী রেড রোডে পৌঁছবেন সকাল 9 টা 53 মিনিট নাগাদ । রাজ্যপাল পৌঁছাবেন 9 টা 55 মিনিটে ৷ পতাকা উত্তোলন হবে 9 টা 59 মিনিটে । 10 টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান । এদিকে 25 তারিখ রাতে শহরজুড়ে ব্লকরেইড এবং নাকা চেকিং চালাবে পুলিশ । শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবক'টি ফেরিঘাটে থাকতে চলেছে অতিরিক্ত পুলিশকর্মী । গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা সাদা পোশাক নজর রাখবেন শহরে । সক্রিয় থাকবে ওয়ারিয়র্স টিম । শহরের সবক'টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত পুলিশকর্মী । শহরে অতিরিক্ত 2000 পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গেছে ।

Last Updated : Jan 25, 2020, 11:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details