পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার কম খরচে SBSTC-র দূরপাল্লার বাসেও মিলবে খাবার

লম্বা সফরে যাতে খাওয়া-দাওয়ার কোনও অসুবিধা না হয় তাই এই ব্যবস্থা চালু করার বিষয়ে উদ্যোগী হয়েছে SBSTC কর্তৃপক্ষ । খাবারের প্যাকেটের দাম হবে 20 থেকে 30 টাকার মধ্যে ।

SBSTC
SBSTC

By

Published : Aug 30, 2020, 9:04 AM IST

কলকাতা, 30 অগাস্ট : দ্রুত চালু হবে দূরপাল্লার বাসে খাবার দেওয়ার ব্যবস্থা । এর অংশ হিসেবে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) দূরপাল্লার বাসগুলিতে খাবার ও জল দেওয়ার ব্যবস্থা শুরু হবে ।

ঠিক যেমন "জন আহার" যোজনার আওতায় রেল যাত্রীদের জন্য কম খরচে পুষ্টিকর ও সুস্বাদু খাওয়ার ব্যবস্থা রয়েছে, তেমনই এবার SBSTC-র দূরপাল্লার বাসের যাত্রীদের জন্যও খাবারের ব্যবস্থা করা হল । যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সম্প্রতি এই পরিকল্পনার কথা জানান SBSTC-র নতুন চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরি । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই SBSTC-র পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি ।

আপাতত কলকাতা-পুরুলিয়া ও কলকাতা-মুর্শিদাবাদ যাওয়ার বাসে এই সুবিধা পাওয়া যাবে । SBSTC-র দূরপাল্লার বাসে যাতে খাওয়া-দাওয়ার কোনও অসুবিধা না হয় তাই এই ব্যবস্থা চালু করার বিষয়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ । খাবারের প্যাকেটের দাম হবে 20 থেকে 30 টাকার মধ্যে ।

এই পরিকল্পনার পাশাপাশি শৌচালয় তৈরি ও বাস ডিপোগুলির আধুনিকীকরণের কথাও ভাবা হচ্ছে । কোরোনা মোকাবিলায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য ও পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । বিভিন্ন রাজ্য থেকে আটকে থাকা শ্রমিকদের নিয়ে আসা ও জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও পাশে থেকেছে SBSTC ।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন জেলা ও প্রদেশে আটকে থাকা ছাত্রছাত্রী, পরিযায়ী শ্রমিক, পর্যটক ও সাধারণ মানুষকে নিজেদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছিল SBSTC । অন্যদিকে, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, দিঘা, হলদিয়া, আসানসোল ও কালনা সহ আরও অন্যান্য জায়গার ডিপো থেকে প্রতিদিন 26টি করে বাস চালায় তারা ।

ABOUT THE AUTHOR

...view details