পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতার 5টি রেশন দোকানে সারপ্রাইজ় ভিজ়িট খাদ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগ তুলে সরকারকে বারেবারে আক্রমণ করে চলেছে রাজ্যের সব বিরোধী দল । বাদ নেই রাজ্যপালও । গতকাল পরিস্থিতি খতিয়ে দেখতে আচমকাই শহরেরে 5টি দোকানে সারপ্রাইজ় ভিজ়িট করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

ছবি
ছবি

By

Published : May 16, 2020, 9:50 AM IST

কলকাতা, 16 মে : রেশন অনিয়মের অভিযোগে জেরবার রাজ্যের খাদ্য দপ্তর । বিরোধীদের পাশাপাশি অনিয়মের অভিযোগ তুলে সরব রাজ্যপাল জগদীপ ধনকড়ও । এই পরিস্থিতিতে গতকাল বিকেলে কলকাতার 5 টি রেশন দোকানে সারপ্রাইজ় ভিজ়িট করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । রেশনের পরিমাণ ও গুণগত মানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি।

রেশনে অনিয়ম নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে শাসক ও বিরোধীদের মধ্যে চাপানউতোর । এরই মধ্যে রাজ্যপাল খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন । রেশনের অনিয়ম রুখতে মুখ্যমন্ত্রী একাধিক পদক্ষেপ করলেও অব্যাহত রাজনৈতিক তরজা । এরই মধ্যে গতকাল বিকেলে সরাসরি কলকাতার 5 টি রেশন দোকানে আচমকা গিয়ে হাজির হন খাদ্যমন্ত্রী । বেলেঘাটা, আমহার্স্ট-স্ট্রিট, বউবাজার ও মুচিপাড়া এলাকার মোট 5 টি রেশন দোকানে হানা দেন তিনি । প্রত্যেকটি দোকানে পর্যবেক্ষণ করেন চালের পরিমাণ ও গুণগতমান । জানা গেছে, শশীভূষণ দে স্ট্রিটের পাঁচুগোপাল সাউয়ের দোকান ও কমল সাধুখাঁর দোকানে প্রথমে যান খাদ্যমন্ত্রী । এরপর রাজা রামমোহন সরণির সঞ্জয় কেজরিওয়ালের রেশন দোকান এবং নীলমণি দত্ত লেনের সুব্রত সেনের দোকানে যান তিনি । তারপর বেলেঘাটা মেইন রোডের শংকর চক্রবর্তীর রেশনের দোকানে হানা দেন ।

হঠাৎ মন্ত্রীর উপস্থিতিতে হকচকিয়ে যান রেশন দোকানের মালিকরা । সূত্রের খবর, স্যানিটাইজ়েশের জন্য আগামী সোমবার বন্ধ থাকবে সমস্ত রেশন দোকান । গতকাল রেশন দোকানগুলি পরিদর্শনের পর খাদ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের প্রায় 9 কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন । তবুও রেশন ব্যবস্থা নিয়ে রাজনীতি করা হচ্ছে । একশ্রেণির মানুষ মিথ্যা কথা বলে চলেছেন রাজ্য সরকার সম্পর্কে ।


ABOUT THE AUTHOR

...view details