পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022: পুজোর দিনে পার্থ, সুবীরেশদের পাতে পড়বে মাটনের নানা পদ ! - দুর্গাপুজো

এবারের পুজো (Durga Puja 2022) কারাগারেই কাটবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), সুবীরেশ ভট্টাচার্যদের (Subiresh Bhattacharya) ৷ তবে, পুজোর দিনগুলোয় বাকি কয়েদিদের মতোও তাঁদের পাতেও পড়বে ভালো-মন্দ নানা পদ ৷ থাকবে মাটন বিরিয়ানি, মাটন গ্রেভি, মাটন কষা !

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 28, 2022, 4:39 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: শারদ উৎসব মানেই বাঙালির কাছে সাধ্য মতো ভালো খাওয়া আর ভালো পরা ৷ পুজোর ক'দিন গতানুগতিক জীবন ছেড়ে একটু অন্যরকমভাবে বাঁচতে চান প্রায় প্রত্যেকেই ৷ কিন্তু, যাঁরা নানা কারণে জেলবন্দি, যাঁরা চাইলেও ঘরে ফিরতে পারবেন না ৷ তবে, এই সময় তাঁরা কেমন আছেন, তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই ৷ বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) মতো মানুষজনকে নিয়েই সবথেকে বেশি কৌতূহল আমজনতার ৷ রাজ্যে যখন দুর্গাপুজোর ধুম, তখন এঁদের সবটুকু সময় কাটবে জেলের কুঠুরিতেই ৷ দুর্গাপুজোর চারদিন তাঁরা কী করবেন, কী খাবেন, তারই খোঁজ নিল ইটিভি ভারত ৷

আমাদের প্রতিনিধি জানার চেষ্টা করেছেন পুজোর (Durga Puja 2022) ক'দিন জেলবন্দি এই হেভিওয়েটদের মেনুতে কী কী থাকছে ? যে খবর পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে, পুজোর দিনগুলোতে পার্থ, সুবীরেশদের পাতে ভালো-মন্দই পড়বে ! সূত্রের দাবি, পুজোর মধ্য়ে তিনদিন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের জন্য থাকবে মাটনের বিভিন্ন পদ ৷ তবে অষ্টমীতে বাঙালি প্রথা মেনেই নিরামিষ খাবারের বন্দোবস্ত থাকছে ৷ অতএব এ কথা বলাই যায়, হাজতে থাকলেও পুজোর দিনগুলোয় অন্তত খাবার নিয়ে অনুযোগ জানাতে পারবেন না পার্থ, সুবীরেশরা ৷

আরও পড়ুন:'সবাইকে পুজোর শুভেচ্ছা' ! হাজতে ঢোকার আগে বললেন পার্থ

সূত্রের দাবি, এবারের পুজোয় অষ্টমী বাদে বাকি তিনদিন সংশোধনাগারের খাবারের তালিকায় সাদা ভাতের পাশাপাশি থাকছে মাটন বিরিয়ানি, মাটন গ্রেভি এবং মাটন কষা ! সঙ্গে থাকবে রুই আর কাতলার কালিয়া ৷ বাদ পড়বে না পটল চিংড়িও ৷ এই ক'দিন কয়েদিরা চাইলে ডালের নানা পদও চেখে দেখতে পারেন ৷ পুজোর ক'দিন ঘুরিয়ে-ফিরিয়ে কখনও মাছের মাথা দিয়ে ডাল, আবার কোনও দিন নানা ধরনের আনাজ ব্যবহার করে তৈরি হবে সবজি ডাল ৷ কয়েদিরা চাইলে নিতে পারেন ফ্রায়েড রাইসও ৷ কোনও দিন তৈরি করা মটর পনির, আবার কোনও দিন থাকবে কাবুলি ছোলা আর পনিরের তৈরি পদ ৷ থাকবে আলু সয়াবিনের তরকারি এবং আলুর দম ৷

উৎসবের ক'দিন যাতে জেলের কয়েদিদের মন ভালো থাকে, তাই সংশোধনাগারের ভিতরেই দশভূজার পুজো হয় ৷ এবছরও তার ব্যতিক্রম হবে না ৷ তার জন্য সবরকম ব্যবস্থা করছে জেল কর্তৃপক্ষ ৷ কারা কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দির সংখ্যা প্রায় আড়াই হাজার ৷ সকলের জন্যই পুজোর ক'দিন ভালো-মন্দ রান্না করা হবে ৷ তবে, হেভিওয়েট আসামীদের জন্য আলাদা কোনও ব্যবস্থা থাকবে না ৷

ABOUT THE AUTHOR

...view details