কলকাতা, 12 জুলাই:শহরের পথ দুর্ঘটনা কমানোর জন্য রাত বারোটার পর থেকে বেশ কিছু নির্দিষ্ট উড়ালপুলের উপর যান চলাচল ছিল নিষিদ্ধ । এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল কলকাতা পুলিশ । তবে যান চলাচল বলতে এই নির্দেশিকায় চার চাকা গাড়ির কথা বলা হয়েছে । বাইকের ক্ষেত্রে আগের নিয়মই বলবৎ রয়েছে বলে লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রের খবর(Flyovers to stay open after midnight in Kolkata) ।
বারোটার পর যান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে রাতের শহরে উড়ালপুলের এন্ট্রি-এক্সিট পয়েন্টে বিশেষভাবে নজরদারি চালানোর কথা বলা হয়েছে । উড়ালপুলের ওঠার সময় এবং নামার সময় রাস্তায় বসানো হচ্ছে বেশি করে ব্যারিকেট । শুধু তাই নয়, সেখানে নজরদারির জন্য বাড়ানো হচ্ছে পুলিশি ব্যবস্থাও । পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে আগের বছর পার্কস্ট্রিট, চিৎপুর, লকগেট, চিংড়িঘাটা-সহ বেশ কয়েকটি উড়ালপুলে রাত বারোটার পর যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল লালবাজারের তরফে ।