পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা আর আমফানের ধাক্কা সামলে ফের খুলছে পাটুলির ভাসমান বাজার - বাইপাসের ভাসমান বাজার

কোরোনার প্রকোপ, তারপর ঘূর্ণিঝড়ের তাণ্ডব, এমন পরিস্থিতির মাঝেও বেঁচে থাকার লড়াই জারি রেখেছেন কলকাতার ভাসমান বাজারের দোকানিরা । 17 অক্টোবর থেকে ফের খুলতে চলেছে এই বাজার ।

floating market of Bypass
floating market of Bypass

By

Published : Oct 11, 2020, 9:38 PM IST

Updated : Oct 11, 2020, 9:46 PM IST

কলকাতা, 11 অক্টোবর: পাটুলিতে ইএম বাইপাসের ধারে অবস্থিত কলকাতার একমাত্র ভাসমান বাজার । কোরোনা পরিস্থিতির মধ্যেও চালু ছিল বাজারটি । কিন্তু, আমফানের তাণ্ডবের পর এখানে আর বাজার বসেনি । 17 অক্টোবর থেকে ফের খুলতে চলেছে এই বাজার ।

প্রথমে কোরোনা তারপর ঘূর্ণিঝড়ের তাণ্ডব । এমন পরিস্থিতির মাঝেও বেঁচে থাকার লড়াই জারি রেখেছেন কলকাতার ভাসমান বাজারের দোকানিরা । আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাজার ৷ এরপর দীর্ঘদিন নৌকায় বাজার বসেনি । তখন থেকে বাজারের পাঁচিলের বাইরে ফুটপাথে বসতে শুরু করেন বিক্রেতারা । এই বাজারে যাঁদের দোকানে রয়েছে তাঁদের অনেকেই কলকাতা থেকে দূরে থাকেন । ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বারুইপুর, চম্পাহাটি সহ বিভিন্ন জায়গা থেকে তাঁরা আসেন । লকডাউনে আসতে পারেননি যানবাহনের অভাবে । আনলক পর্ব শুরু হওয়ার পর তাঁরা ফের আসতে শুরু করেছেন । তবে এখনও প্রত্যেকে আসতে পারেননি । এরই মাঝে পুজোর আগে ফের খুলছে এই ভাসমান বাজার । 17 অক্টোবর থেকে আগের মতোই বাজার বসবে নৌকোতে ৷

কোরোনা আর আমফানের ধাক্কা সামলে খুলছে ভাসমান বাজার ৷

যদিও প্রাথমিক পর্যায়ে পুরো বাজার চালু হচ্ছে না । তবে আগামী তিন মাসের মধ্যে সমস্ত দোকানি বাজারে বসতে পারবেন বলে মনে করছে বাজার কমিটি । বাজারে 228টি দোকান রয়েছে । এর মধ্যে 114টি নৌকায় । 17 অক্টোবর ভাসমান বাজারের 54টি নৌকা-দোকান চালু হচ্ছে । পোশাক, ফাস্টফুড, ইমিটেশন থেকে শুরু করে সবজি, নিত্য প্রয়োজনীয় সব সামগ্রীই পাওয়া যাবে ভাসমান বাজারে । আগে সকাল পাঁচটা থেকে বেলা দেড়টা ও বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকত বাজার । একই নিয়মে 17 অক্টোবর থেকে খুলছে বাজার ।

বৈষ্ণবঘাটা উপনগরী হকার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক গোপাল নস্কর বলেন, "এই বাজারে সেই দোকানদারি আর নেই । মহামারী পরিস্থিতিতে মানুষ বাইরে বের হচ্ছেন না । আমফানে এখানে বিশাল ক্ষতি হয়েছিল । এবার আগের মতো সকালে ও বিকেলে খোলা থাকবে বাজার ।"

তিনি আরও বলেন, ভাসমান বাজারের যে সব দোকান এখনই চালু করা সম্ভব হচ্ছে না সেই দোকানের দোকানিরা আপাতত ফুটপাথে বসবে ।

গোপাল নস্কর বলেন, "বাঁচতে তো হবেই । তার জন্য আজ আমাদের এখানকার দোকানদাররা কেউ ভ্যান-রিকশা চালাচ্ছেন, কেউ রাস্তায় ঘুরে কিছু ফেরি করছেন । আশা করছি, বাজার চালু হলে এই পরিস্থিতি কাটবে ।"

Last Updated : Oct 11, 2020, 9:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details