পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হুগলি নদীর উপর ভাসমান গ্রন্থাগার - ট্রাম লাইব্রেরি

কলকাতার বুকে ভাসমান গ্রন্থাগার। হুগলি নদীতে ভাসতে ভাসতে বই পড়া। ডিজিটাল যুগেও শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিনব উদ্যোগ উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ৷ সাধারণতন্ত্র দিবসে উদ্বোধন হবে এই গ্রন্থাগারটি।

floating children library
কলকাতার বুকে ভাসমান গ্রন্থাগার

By

Published : Jan 26, 2021, 9:46 AM IST

কলকাতা,26 জানুয়ারি : ট্রাম লাইব্রেরির পর এবার বোট লাইব্রেরি। খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখে এবার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডব্লিউবিটিসি) অভিনব উপহার কলকাতা 'ইয়াং রিডার্স বোট লাইব্রেরি' বা ভাসমান গ্রন্থাগার। সাধারণতন্ত্র দিবসে উদ্বোধন হবে এই গ্রন্থাগার।


এর আগে শহর পেয়েছে লাইব্রেরি ট্রাম বা চলমান ট্রামে গ্রন্থাগার। শহরে এই প্রথমবার একটি আস্ত লঞ্চের ভেতরেই তৈরি হল শিশুদের জন্য গ্রন্থাগার। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশন ও এপিজে আনন্দ লাইব্রেরির উদ্যোগে তৈরি হয়েছে জলের উপর এই গ্রন্থাগারটি। বিভিন্ন আর্টওয়ার্ক দিয়ে মনোরম ভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে এই ভাসমান লাইব্রেরিটি। এখানে ছোটো এবং বড়দের জন্য নানা স্বাদের বই রাখা হয়েছে। অক্সফোর্ড বুক স্টোর থেকে বিভিন্ন বই দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই বোট লাইব্রেরি। এখানে থাকছে কিছু পড়ার বইও। ছোটোরা এখানে বইগুলি ইচ্ছেমত নেড়েচেড়ে দেখে পড়তে পারবে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এম ডি রঞ্জনবীর সিং কাপুর এই লাইব্রেরিটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। তিনি বলেন, "এটি একটি অভূতপূর্ব অভিজ্ঞতা। হুগলি নদীতে ভাসতে ভাসতে বই পড়া। ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যাসটা প্রায় শেষ হতে বসেছে, তাই বইপড়ার বিষয়টিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে তুলতে এহেন উদ্যোগ্য নিয়েছে ডব্লিউবিটিসি।"

ভাসমান শিশু গ্রন্থাগার
এখানে থাকছে বিভিন্ন ধরনের গল্পের বই, শিশু সাহিত্য, শিশুদের পড়ার বই, কার্টুন, শিশুদের নভেল, ছবির বই, আঁকার বই সহ আরও অনেক কিছু। বাংলা ও ইংরেজি মিলিয়ে প্রায় 500 ধরনের বই থাকছে এই গ্রন্থাগারে। এছাড়াও এখানে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবাও পাওয়া যাবে। থাকছে খাবারের দোকানও।

আরও পড়ুন : দেশের প্রথম ট্রাম লাইব্রেরি, চলবে বইপাড়ার রাস্তায়

সোমবার থেকে শুক্রবার এই পরিষেবাটি পাওয়া যাবে। সকাল 1টা, বেলা 1.15 ও বিকেল 3.30 মিনিট এই তিনটি সময় এই পরিষেবা পাওয়া যাবে। পরবর্তীকালে এখানেই গল্প বলার আসর, বুক লঞ্চ, পয়েট্রি সেশন, গানবাজনা আসর সহ আরও অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই লঞ্চে চাপতে বড়দের জন্য খরচ পড়বে 100 টাকা, 17 বছর বা তার নিচের শিশুদের জন্য খরচ পড়বে 50 টাকা। 18 বছরের নিচে কন্যাশ্রীদের জন্যও খরচ পড়বে 50 টাকা। কোনও স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানকে পুরো বোটটি ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে খরচ পড়বে 4000 প্রতি ট্রিপ।

ABOUT THE AUTHOR

...view details