পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

COVID-19 এর সংক্রমণ নির্ণয়ে রাজ্যের আরও পাঁচটি হাসপাতালে টেস্টিং সেন্টার - পশ্চিমবঙ্গে আরও পাঁচটি হাসপাতালে চালু হতে চলেছে কোরোনা টেস্টিং সেন্টার

পরিবর্তিত পরিস্থিতির জেরে সম্প্রতি COVID-19-এর সংক্রমণ নির্ণয়ের ক্ষেত্রে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য এ রাজ্যের পাঁচটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যবস্থা গ্রহণের কথা বলেছে ICMR। এই পাঁচটি মেডিকেল কলেজ হল- আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

image
কোরোনা টেস্টিং সেন্টার

By

Published : Mar 18, 2020, 8:25 PM IST

কলকাতা, 18 মার্চ : কোরোনা ভাইরাস বা COVID-19 এর মোকাবিলায়, সোয়াবের নমুনা পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে রাজ্যে ৷ পশ্চিমবঙ্গে আরও পাঁচটি হাসপাতালে চালু হতে চলেছে কোরোনা টেস্টিং সেন্টার । কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, মেদিনীপুর এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এই তিনটি হাসপাতালে দ্রুত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে খবর ৷ বুধবার রাজ্যে স্বাস্থ্য দপ্তর তরফে জানানো হয়, টেস্টিং সেন্টারের পাশাপাশি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও এ বার দ্রুত আইসোলেশন ওয়ার্ড-ও চালু করা হবে ৷

COVID-19-এর সংক্রমণ নির্ণয়ের জন্য প্রথমে সোয়াবের নমুনা পাঠানো হচ্ছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV)-তে । পরে, কলকাতার বেলেঘাটায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস (NICED)-এ নমুনা পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয় । তবে, NICED-এ কোনও রোগীর নমুনা পরীক্ষা করা হলেও, প্রয়োজনে ওই একই রোগীর নমুনা NIV থেকেও পরীক্ষা করানোও হতে পারে । এদিকে, দ্রুত পরিস্থিতির বদল হচ্ছে ৷ NICED-এর পাশাপাশি কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R) তথা SSKM হাসপাতালে COVID-19-এর সংক্রমণ নির্ণয়ের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । সেই মতো SSKM হাসপাতালে টেস্টিং ল্যাব প্রস্তুত করা হয়েছে । সোয়াবের নমুনা পরীক্ষার জন্য কিট-ও চলে এসেছে । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, SSKM হাসপাতাল সোয়াবের নমুনা পরীক্ষার জন্য এখন প্রস্তুত ।

পরিবর্তিত পরিস্থিতির জেরে সম্প্রতি COVID-19-এর সংক্রমণ নির্ণয়ের ক্ষেত্রে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য এরাজ্যের পাঁচটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যবস্থা গ্রহণের কথা বলেছে ICMR। এই পাঁচটি মেডিকেল কলেজ হল- আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল । এ দিকে বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মালদহ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19-এর সংক্রমণ নির্ণয়ের লক্ষ্যে টেস্টিং সেন্টার চালুর জন্য ল্যাবরেটরি গড়ে তোলার প্রক্রিয়া চলছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সপ্তাহ দুয়েকের মধ্যে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে COVID-19-এর সংক্রমণ নির্ণয়ের জন্য টেস্টিং ল্যাব এবং আইসোলেশন ওয়ার্ড চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details