কলকাতা, 11 জুলাই : পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির তাপে পুড়ছে মাছ-সবজির বাজারও । বর্তমানে মাছ-সবজি-ডিম সব কিছুরই দাম আকাশছোঁয়া । বাজারে গিয়ে হাত পুড়ছে আম বাঙালির । পেট্রল-ডিজেলের দাম বাড়তেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে গিয়েছে একলাফে অনেকটাই । মাছ থেকে সবজি, ডিম সবই ভিনরাজ্য থেকে এরাজ্যে আসে পণ্যবাহী ট্রাকে করে ৷ পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও । আগামী দিন কীভাবে চলবে সেই নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই । প্রশাসনের নজরদারির অভাবে অগ্নিমূল্য বাজার । কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এবিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করছেন তাঁরা ৷
অধিকাংশ ক্ষেত্রেই ভিনরাজ্য থেকে মাছ আসে পশ্চিমবঙ্গে ৷ গড়ে প্রায় সব মাছের দামই কেজি প্রতি বেড়েছে 100 টাকা করে ৷ রুই মাছ ছিল 200 টাকা ৷ এখন হয়েছে 280 টাকা কেজি ৷ কাতলা মাছ হয়েছে 400 টাকা প্রতি কেজি ৷ আগে ছিল 300 টাকা ৷ একই রকম ভাবে দাম বেড়েছে পারশে-পাবদারও ৷ পারশে মাছ হয়েছে 500 টাকা প্রতি কেজি ৷ ছিল 400 টাকা ৷ পাবদা মাছ হয়েছে 600 টাকা প্রতি কেজি ৷ ছিল 500 টাকা ৷ 600 টাকার পমফ্রেট মাছ হয়েছে 700 টাকা ৷ 500 টাকার ট্যাংরা হয়েছে 600 টাকা কেজি ৷ বাগদা চিংড়িও দাঁড়িয়ে আছে 500 টাকায় ৷ ছিল 400 টাকা ৷ 700 টাকার তপসের কেজি হয়েছে 800 টাকা ৷ তবে রুপোলী ফসল ইলিশের দাম সবথেকে বেশি । 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায় ।
মাছ বিক্রেতারা জানাচ্ছেন, ইলিশের জোগান না থাকাতে দাম অস্বাভাবিক বেড়েছে ৷ পেট্রোপণ্যের দাম বাড়ায় অস্বাভাবিক দাম বেড়েছে মাছের ৷ বিক্রি-বাট্টা হচ্ছে না বললেই চলে । ক্রেতারা জানিয়েছেন, যা প্রয়োজন তার থেকে কম নিয়ে চালাতে হচ্ছে । এত বেশি দাম দিয়ে মাছ কেনার ক্ষমতা অনেকেরই সাধ্যের বাইরে । অনেকেই মাছ বাদ দিয়ে ডিম দিয়ে দুপুরের আর রাতের আহার সারতে চাইছেন ৷ তাঁদের সমস্যাও কম নয় । তার কারণ 6.30 টাকা থেকে 7 টাকায় বিক্রি হচ্ছে পোল্ট্রির ডিম । দেশি মুরগির ডিম ও হাঁসের ডিমের দাম 8-9 টাকা ৷