পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

East West Metro: শিয়ালদায় প্রথম স্পিড ট্রায়াল মেট্রোর, ডিসেম্বরে পরিষেবা চালুর সম্ভাবনা

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এর পর আরও কয়েকদিন বেশ কয়েকবার স্পিড ট্রায়াল করে দেখা নেওয়া হবে কোথাও কোনও ত্রুটি রয়েছে কি-না ৷ শনিবার একটি ট্রেনকে ফুলবাগান থেকে শিয়ালদা স্টেশন অবধি আনা হয়। ফিরতি পথে নিয়ে যাওয়া হয় ফুলবাগানের দিকে ।

s
s

By

Published : Jul 31, 2021, 9:51 PM IST

Updated : Jul 31, 2021, 11:01 PM IST

কলকাতা, 31 জুলাই : ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা স্টেশনে আজ প্রথমবার স্পিড ট্রায়াল হল । ঘণ্টায় 15 কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে দেখা হল ট্র্যাক ও বৈদ্য়ুতিন প্রযুক্তি ঠিক আছে কি-না ৷

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এর পর আরও কয়েকদিন বেশ কয়েকবার স্পিড ট্রায়াল করে দেখা নেওয়া হবে কোথাও কোনও ত্রুটি রয়েছে কি-না ৷ শনিবার একটি ট্রেনকে ফুলবাগান থেকে শিয়ালদা স্টেশন অবধি আনা হয়। ফিরতি পথে নিয়ে যাওয়া হয় ফুলবাগানে দিকে ।

শিয়ালদায় প্রথম স্পিড ট্রায়াল মেট্রোর ৷

আরও পড়ুন: East West Metro : প্রায় প্রস্তুত শিয়ালদা স্টেশন, শনিতে ট্রেন ঢুকবে টানেলে

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের চিফ ইঞ্জিনিয়ার বিশ্বনাথ দেওয়ানজি বলেন, "শিয়ালদা স্টেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন । দেশের অন্যতম ব্যস্ত স্টেশন । সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি ঘণ্টায় প্রায় 50 হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করেন । সে কথা মাথায় রেখে ওঠা-নামার সুবিধার জন্য ডবল ডিসচার্জ স্টেশন করা হয়েছে ৷ এছাড়াও যাত্রী সুরক্ষায় ভেন্টিলেশন ব্যবস্থা সহ একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । সব ঠিক থাকলে ডিসেম্বরে পরিষেবা শুরু হবে ৷"

Last Updated : Jul 31, 2021, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details