কলকাতা, 12 জুলাই : ব্রেন ডেথের (Brain Death) পর অঙ্গদানের ঘটনা বিরল নয় ৷ এবার কঙ্কাল দানের (Skeleton Donation) ঘটনাও ঘটল ৷ সোমবার এই কঙ্কাল দান করা হয়েছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ৷ এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল বাংলায় ৷
উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা মঞ্জুবালা ভক্ত (58) ও রমেশ ভক্ত । গত 2 জুলাই মঞ্জুবালা দেবী এক আত্মীয়ের বাইকে চেপে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিলেন । আচমকাই রাস্তায় তিনি অজ্ঞান হয়ে পড়ে যান । এরপর তাঁকে হাবড়ার স্টেট জেনারেল হাসপাতালে (Habra State General Hospital) প্রথমে নিয়ে যাওয়া হয় ।
অবস্থার কোনও উন্নতি না দেখে তারপর মঞ্জুবালাদেবীকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ সেখানে 8 জুলাই চিকিৎসক তাঁর বাড়ির লোককে জানান মঞ্জুবালাদেবীর ব্রেন ডেথ হয়েছে । ভক্ত দম্পতি 1994 সালেই দেহদানের অঙ্গীকার করে রেখেছিলেন ৷ তাই রমেশ ভক্ত সরাসরি গণদর্পণের সঙ্গে যোগাযোগ করেন ৷