পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"BJP-র লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক" কটাক্ষ পার্থর - partha chatterjee

উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বললেন, "BJP দলের লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক ।"

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Nov 25, 2019, 11:08 PM IST

কলকাতা, 25 নভেম্বর : উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বললেন, "BJP দলের লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক ।" করিমপুরে জয়প্রকাশ মজুমদারের উপরে আক্রমণের ঘটনাকে এভাবেই কটাক্ষ করলেন তিনি । আরও বলেন, "এই সবকিছুই পরিকল্পনামাফিক ৷ এই সমস্ত কিছু করে যদি সহানুভূতি আদায় করা যায় ...৷"

ভিডিয়োয় দেখুন কী বলছেন পার্থ চট্টোপাধ্যায়

দিনভর বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয় নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ ৷ করিমপুরের ঘিয়াঘাটে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । লাথি মেরে তাঁকে রাস্তার পাশে ঝোপে ফেলে দেওয়া হয় । পুলিস ও CRPF-র সামনেই ঘটে এই ঘটনা ৷ সেই ঘটনায় 9 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে রাজ্য BJP ৷

ঘটনাকে কেন্দ্র করে দিনভর তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ জয়প্রকাশ মজুমদার বলেন, " এই আক্রমণ দেখিয়ে দিল বাংলায় কোনও গণতন্ত্র নেই । এতে আমার মোটেও মন খারাপ নেই । আজ আমি সমস্ত বুথ ঘুরে দেখেছি । আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি ।"

পার্থ চট্টোপাধ্যায় BJP প্রার্থীর মন্তব্যকে কটাক্ষ করে বলেন, " BJP-র লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক । এই সমস্ত করে যদি সহানুভূতি আদায় করা যায় ।" একইসঙ্গে তোপ দাগেন একদা 'বন্ধু' মুকুল রায়কেও ৷ পুরোনো রাজনৈতিক সঙ্গীকে নিশানা করে তৃণমূলের মহাসচিব বলেন," (মুকুল) রায় বাবু বলছেন পুলিশ সুপার , জেলা শাসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দেয়ে কাজ নেই যে তিনটি উপনির্বাচনের জন্য এত সময় ব্যয় করবেন । এ সব আজগুবি কথা বার্তা বলে BJP-র মুখ হওয়ার চেষ্টা করছেন তাতে লাভ হবে না।"

ABOUT THE AUTHOR

...view details