কলকাতা, 30 অক্টোবর : আগামী সোমবার থেকে কলকাতা শহরে অনির্দিষ্টকালের কোভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেওয়া হচ্ছে । কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 37টি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাকসিনের টিকাকরণ বন্ধ করা হচ্ছে । রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে কলকাতা পৌরনিগম আগামী সোমবার থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । শনিবার কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, পৌরনিগমকে এই নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতর পাঠিয়েছে ৷ কোভ্যাকসিনের জোগান কম থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
সম্ভবত উৎপাদন কম থাকায় এই পরিস্থিতি ৷ তাই আপাতত কোভ্যাকসিনের শুধু প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হচ্ছে । ওইসব এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করে বাড়িগুলিকে ঘিরে দেওয়া হচ্ছে ৷ তবে জানানো হয়েছে, বকেয়া কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে । শুধু বকেয়া কোভ্যাকসিনের 50 হাজার দ্বিতীয় ডোজের প্রাপকদের টিকা দেওয়া হবে । যে 37টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিন দেওয়া হত সেখানে থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ।