কলকাতা, 11 জুলাই : শনিবারই পৃথিবীর আলো দেখার কথা ছিল । ন’মাস তিলে তিলে মায়ের গর্ভেই বেড়ে উঠেছিল । তবে জন্মের কিছুদিন আগে খবর পাওয়া গেল যার জন্য এত প্রতীক্ষা, গর্ভেই তার মৃত্যু হয়েছে ৷ কিন্তু এই মৃত্যুর কারণ কী, তা জানতে শেষপর্যন্ত অটোপসি করা হল মৃত গর্ভস্থ সন্তানের ৷
জন্মের আগেই গর্ভেই মৃত্যুকে চিকিৎসার পরিভাষায় বলে ‘ইন্ট্রা ইউটেরিয়ান ফিটাল ডেথ’ (Intra Uterine Fetal Death) ৷ কিন্তু মৃত সন্তান প্রসবের কারণ কী, তা এখনও অধরা বলেই জানাচ্ছেন চিকিৎসকরা ৷ তাই এক্ষেত্রে অটোপসির ঘটনাকে বিরল বলেই মনে করছেন চিকিৎসকরা ৷ বাংলায় এই ধরনের অটোপসি প্রথমবার হচ্ছে (first autopsy in the state to find out the cause of fetal death) ৷ চিকিৎসকরা আশাবাদী, অটোপসির কারণ বিশ্লেষণ করলে নিশ্চয় কোনও সূত্র পাওয়া যাবে, যা চিকিৎসাবিজ্ঞানে আলো দেখাবে ৷ ভবিষ্যতে গর্ভেই মৃত্যুর ঘটনাও কমানো যাবে হয়তো ৷
যাঁদের জন্য এই ধরনের বিরল অটোপসি হল, তাঁরা হলেন নভোনীত সিং ও রূপা বিশ্বাস ৷ পঞ্জাবী এই দম্পতি আদতে পঞ্জাবের রূপনগরের বাসিন্দা ৷ রূপা আবার নিউ আলিপুরে বাসিন্দা স্বপন চট্টোপাধ্যায়ের পালিতা কন্যা ৷ তাই গর্ভাবস্থায় বছর 32-এর রূপা কলকাতাতেই চলে আসেন ৷ তার পর বেহালার একটি হাসপাতালে শুরু হয় চিকিৎসা ৷