কলকাতা, 28 মে : রবীন্দ্র সরোবরে দুই ছাত্রের মৃত্যুর স্মৃতি এখনও তাজা (Rabindra Sarobar Rowing Accident) । সেই ঘটনার পরে প্রাক্তন রোয়ার থেকে শুরু করে খোদ মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) প্রশ্ন তুলেছিলেন শিক্ষানবীশরা যখন রোয়িং করছেন, তখন উদ্ধারের জন্য বোট থাকবে না কেন ? এবার প্রতি রোয়িং ক্লাবকে একটি করে পেট্রল চালিত বোট উদ্ধার কাজের জন্য রাখার নির্দেশ দিলেন মেয়র (Firhad says every Rowing club Should use Petrol Driven Boat for Rescue) । তিনি বললেন, ‘‘ব্যাটারি বা ডিজেল চালিত বোট দ্রুত যেতে পারে না, তাই এই নির্দেশ । আমরা এই বিষয় কেএমডিএ-র তরফে পরিবেশ আদালতের কাছে বিশেষ অনুমতির আবেদন জানাব ।’’
এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘‘কেমডিএ (KMDA)-তে আলোচনা হয়েছে । পেট্রল চালিত লাইফ সাপোর্ট বোট হলে দ্রুত উদ্ধার করা যাবে । কেএমডিএর তরফ থেকে একটা ভুল চিঠি গিয়েছিল । ব্যাটারি চালিত বোট দ্রুতগতিতে যেতে পারে না । একটি নির্দিষ্ট গতির বাইরে যেতে পারে না । দ্রুত উদ্ধার করতে হলে পেট্রল চালিত বোটই একমাত্র উপায় ৷ সুতরাং আমাকে ওইরকম একটা বোট রাখতে হবে, যাতে দ্রুত গিয়ে উদ্ধার করা যায় ৷’’