পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad on Rowing Club : রোয়িং ক্লাবে রাখতে হবে পেট্রলচালিত উদ্ধারকারী বোট, নির্দেশ মেয়রের - নির্দেশ মেয়রের

সম্প্রতি রবীন্দ্র সরোবরে দুই ছাত্র রোয়িং করতে গিয়ে মারা যায় ৷ এই ধরনের দুর্ঘটনা এড়াতে উদ্ধাররের জন্য রোয়িং ক্লাবগুলিতে পেট্রলচালিত উদ্ধারকারী বোট রাখার নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷

Firhad says every Rowing club Should use Petrol Driven Boat for Rescue
Firhad on Rowing Club : রোয়িং ক্লাবে রাখতে হবে পেট্রলচালিত উদ্ধারকারী বোট, নির্দেশ মেয়রের

By

Published : May 28, 2022, 9:37 PM IST

কলকাতা, 28 মে : রবীন্দ্র সরোবরে দুই ছাত্রের মৃত্যুর স্মৃতি এখনও তাজা (Rabindra Sarobar Rowing Accident) । সেই ঘটনার পরে প্রাক্তন রোয়ার থেকে শুরু করে খোদ মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) প্রশ্ন তুলেছিলেন শিক্ষানবীশরা যখন রোয়িং করছেন, তখন উদ্ধারের জন্য বোট থাকবে না কেন ? এবার প্রতি রোয়িং ক্লাবকে একটি করে পেট্রল চালিত বোট উদ্ধার কাজের জন্য রাখার নির্দেশ দিলেন মেয়র (Firhad says every Rowing club Should use Petrol Driven Boat for Rescue) । তিনি বললেন, ‘‘ব্যাটারি বা ডিজেল চালিত বোট দ্রুত যেতে পারে না, তাই এই নির্দেশ । আমরা এই বিষয় কেএমডিএ-র তরফে পরিবেশ আদালতের কাছে বিশেষ অনুমতির আবেদন জানাব ।’’

এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘‘কেমডিএ (KMDA)-তে আলোচনা হয়েছে । পেট্রল চালিত লাইফ সাপোর্ট বোট হলে দ্রুত উদ্ধার করা যাবে । কেএমডিএর তরফ থেকে একটা ভুল চিঠি গিয়েছিল । ব্যাটারি চালিত বোট দ্রুতগতিতে যেতে পারে না । একটি নির্দিষ্ট গতির বাইরে যেতে পারে না । দ্রুত উদ্ধার করতে হলে পেট্রল চালিত বোটই একমাত্র উপায় ৷ সুতরাং আমাকে ওইরকম একটা বোট রাখতে হবে, যাতে দ্রুত গিয়ে উদ্ধার করা যায় ৷’’

তিনি আরও বলেন, ‘‘এটা যদি লিখিতভাবে ক্লাবগুলো কেএমডিএ-কে দেয়, তাহলে আমরা পিসিবিকে জানাব । যেহেতু পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডারটা কেএমডি-এর উপর ।‌ আদালতকে জানাব প্রতিটি ক্লাবে একটি করে রেসকিউ বোট রাখতে দেওয়া হোক । শুধু রেসকিউ-এর জন্য ব্যবহারের জন্য । এটা সব জায়গাতেই আছে । আন্তর্জাতিক পর্যায়ে বিদেশে এমনকি জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন জায়গায় ।’’

রোয়িং ক্লাবে রাখতে হবে পেট্রলচালিত উদ্ধারকারী বোট, নির্দেশ মেয়রের

পাশাপাশি তিনি বলেন, ‘‘পুলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করছে, সেটা সব ক্লাবকে দেওয়া হবে । বিশেষ করে শিক্ষানবীশরা যখন জলে যাবে ।’’ তাঁর কথায়, ‘‘স্কুল পর্যায়ে থেকেই রোয়ার ওঠে, সেটা বন্ধ করলে বাংলা থেকে আর রোয়ার উঠবে না । এসওপি-র পাশাপাশি এই চিঠি দিক, আমরা আদালতে জানাব যাতে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয় । এই বোট ঘোরার জন্য বা বিনোদন কাজের জন্য নয়, শুধুমাত্র উদ্ধার কাজে ব্যবহার করা হবে ।’’

আরও পড়ুন :Rowing will be Close: অনির্দিষ্টকালের জন্য কলকাতার সমস্ত রোয়িং ক্লাব বন্ধ

ABOUT THE AUTHOR

...view details