পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঘরে বসে প্রেস কনফারেন্স করে বাজিমাত করা যায় না, দিলীপকে কটাক্ষ ফিরহাদের - ঘরে বসে প্রেস কনফারেন্স করে বাজিমাত করা যায়না

মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী সারাদিন রাস্তায় ঘুরে মানুষের জন‍্য কাজ করছেন। তাই ঘরে বসে প্রেস কনফারেন্স করে বাজিমাত করা যায় না । নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ ফিরহাদ হাকিমের।

firhad
ফিরহাদ হাকিম

By

Published : Apr 2, 2020, 10:51 PM IST

কলকাতা, 2 এপ্রিল :BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ অভিযোগ করেন, কোরোনা নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার। সেই সঙ্গেই তাঁর অভিযোগ পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও গ্লাভস চিকিৎসকদের কাছে নেই । ফলে রাজ্যে কোরোনা সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে । রাজ্য সরকারের গাফিলতির জন্য সংক্রমণ বাড়ছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ মেয়র ফিরহাদ হাকিম তাঁর পালটা সমালোচনা করেন । বলেন," ঘরে বসে অনেক বড় বড় কথা বলা যায়। প্রত্যেক জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও গ্লাভস দেওয়া হয়েছে । এই নিয়ে ওনাকে দুশ্চিন্তা করতে হবে না। এই সময় এই ধরনের রাজনীতি করা ঠিক নয়।"


দিলীপ ঘোষের কড়া সমালোচনা করে ফিরহাদ হাকিম বলেন, সবদিক বিবেচনা করে সঠিক তথ্য নিয়েই কথা বলা উচিত। বাড়িতে বসে বড় বড় কথা না বলে রাস্তায় নেমে কাজ করলে বোঝা যায় গুরুত্ব কতটা। রাজ্য সরকারের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা মেনেই সংক্রমণ প্রতিরোধে কাজ করছে কলকাতা পৌরনিগম। কলকাতা পৌরনিগম নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছে বলেও দাবি মেয়র ফিরহাদ হাকিমের।

মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী সারাদিন রাস্তায় ঘুরে মানুষের জন‍্য কাজ করছেন। তাই ঘরে বসে প্রেস কনফারেন্স করে বাজিমাত করা যায় না । নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন,"পরিস্থিতি অত্যন্ত গম্ভীর এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছি।" এখন এই সময় দাঁড়িয়ে এই ধরনের সস্তার রাজনীতি করা সঠিক নয় বলেও সাফ জানিয়ে দেন ফিরহাদ হাকিম।


ABOUT THE AUTHOR

...view details