পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অপদার্থতা ঢাকতে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য নিচ্ছে, রাজ্য BJP-কে কটাক্ষ ফিরহাদের - রাজ্য BJP-কে কটাক্ষ ফিরহাদের

দু'দিন আগে BJP-র কেন্দ্রীয় নেতা অমিত শাহ দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেয় এবার থেকে প্রতি মাসে রাজ‍্যে আসবেন । এই বিষয়ে BJP-কে কটাক্ষ করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, রাজ্য BJP-কে নিজেদের অপদার্থতাকে ঢাকতে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য নিতে হচ্ছে।

firhad hakim
মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Mar 3, 2020, 11:01 PM IST

কলকাতা, 3 মার্চ : রাজ্য BJP অপদার্থ ৷ রাজ্য BJP-র কোনও ক্ষমতা নেই তাই নিজেদের অপদার্থতা লুকোতে কেন্দ্র থেকে নেতৃত্ব আনতে হয় । এমনভাবেই BJP-কে কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম। দু'দিন আগে BJP-র কেন্দ্রীয় নেতা অমিত শাহ দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেয় এবার থেকে প্রতি মাসে রাজ‍্যে আসবেন । 2021 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ‍্য BJP।


রাজ্য BJP-র এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন রাজ্য BJP-র কোনও নিয়ন্ত্রণ নেই। নিজেদের অপদার্থতাকে ঢাকতে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য নিতে হচ্ছে। তিনি বলেন," যে কেউ পশ্চিমবাংলায় আসতে পারেন। এখানে গুলি কেউ মারে না । পশ্চিমবাংলায় গণতন্ত্র রয়েছে। বাংলায় যে কেউ আসতে পারে, তবে আমার দেখলে খারাপ লাগে যে এমন একটা দল যাদের কেন্দ্র থেকে নেতৃত্ব কে নিয়ে আসতে হয়। এখানকার লোকেরা এমনই অপারগ তাই ল্যাংড়া ঘোড়া দিয়ে ভোট জেতা য়ায় না।"

ABOUT THE AUTHOR

...view details