পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভুয়ো টিকা কেলেঙ্কারির পাল্টা ‘তেল কেলেঙ্কারি’ নিয়ে দিলীপকে তোপ ফিরহাদের - তেলের দাম বৃদ্ধি

ভুয়ো টিকা কেলেঙ্কারি নিয়ে তৃণমূলকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ ৷ এরই পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম ৷ তাঁর বক্তব্য, ‘‘ভুয়ো টিকা কেলঙ্কারিতে মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিযোগ্য ধারা প্রয়োগ করা হয়েছে ৷ কিন্তু তেল কেলেঙ্কারিতে কাকে গ্রেফতার করা হবে ?’’ তেলের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের মোদি সরকারকেই দুষেছেন ফিরহাদ ৷

Firhad Hakim targets Dilip Ghosh on oil price hike issue
ভুয়ো টিকা কেলেঙ্কারির পাল্টা ‘তেল কেলেঙ্কারি’ নিয়ে দিলীপকে তোপ ফিরহাদের

By

Published : Jul 10, 2021, 9:35 PM IST

কলকাতা, 10 জুলাই :‘‘ভুয়ো টিকা কেলঙ্কারিতে মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিযোগ্য ধারা প্রয়োগ করা হয়েছে ৷ কিন্তু তেল কেলেঙ্কারিতে কাকে গ্রেফতার করা হবে ?’’ শনিবার ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তোপ দাগলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

প্রসঙ্গত, জ্বালানি তেলের মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে শনিবার শহরজুড়ে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস ৷ এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ না করে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাস্তায় নামা উচিত।’’ এই বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে ফিরহাদ বলেন, কলকাতা পুলিশের সিট যে তদন্ত করছে, তাতে হাইকোর্টও (Calcutta High Court) সন্তোষ প্রকাশ করেছে ৷ কিন্তু তেল নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে, তার তদন্ত কে করবে ? কোন কেন্দ্রীয় সংস্থা কাকে গ্রেফতার করবে ?

আরও পড়ুন :Madan Mitra : গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মদনের

ফিরহাদের অভিযোগ, আম্বানি, আদানির মতো কিছু বেসরকারি সংস্থার শেয়ারের দর বাড়াতেই ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়ানো হচ্ছে ৷ তাঁর যুক্তি, জ্বালানি তেল থেকে রাজ্য কর বাবদ যে টাকা আদায় করে, তা খুবই সামান্য ৷ কিন্তু সেস-সহ অন্যান্য অধিকাংশই করই আদায় করে কেন্দ্র ৷ কেন্দ্রের তরফে আদায় করা এই মূল্য বাড়াতেই তেলের দাম বাড়ছে বলে অভিযোগ ফিরহাদের ৷ সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে কেবলমাত্র কয়েকটি কর্পোরেট সংস্থাকে লাভবান করতেই মোদি সরকার এই কাজ করছে বলে দাবি করেন তিনি ৷ এমনকী, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে ‘সেল ইন ইন্ডিয়া’ বলেও কটাক্ষ করেন ফিরহাদ ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নীতির জন্য একের পর এক সরকারি সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে ৷

এদিকে, শুক্রবার থেকে কলকাতা শহরে বন্ধ রয়েছে করোনার প্রথম ডোজের টিকাকরণ ৷ পর্যাপ্ত টিকা না থাকাতেই এই সমস্যা বলে জানিয়েছেন ফিরহাদ ৷ শুক্রবার ও শনিবার শুধুমাত্র করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৷ এদিকে, রবিবার সাপ্তাহিক ছুটির দিন ৷ আগামী সোমবার রথযাত্রা উপলক্ষে কলকাতা পৌরনিগম বন্ধ থাকবে ৷ তার উপর হাতে টিকা মজুত না থাকায় বন্ধ রাখা হবে টিকাকরণ প্রক্রিয়া ৷ ফিরহাদের অভিযোগ, টিকার অভাবে মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া যাচ্ছে না ৷ অথচ বিজেপি এখনও ভুয়ো টিকাকরণ নিয়ে হইচই করছে ৷ যেখানে রাজ্য়ের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে কঠোর পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন :পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একাধিক বাম সংগঠনের বিক্ষোভ

অন্যদিকে, ভবানীপুরের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান ওয়ার্ড কো-অডিনেটর অসীম বসুর বিরুদ্ধে সরকারি অনুমোদন ছাড়াই বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতর এখনও পর্যন্ত ‘দুয়ারে ভ্যাকসিন’ প্রকল্প কলকাতায় চালু করেনি ৷ তাই বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া উচিত হয়নি ৷ কলকাতা পৌরনিগম অথবা রাজ্য সরকারের অনুমতি ছাড়া এই ধরনের প্রকল্প শুরু করা যায় না ৷

একইসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল 10 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে ৷ এবং দুপুর 2 টো থেকে বিকেল 4 টে পর্যন্ত দেওয়া হবে করোনার প্রথম ডোজের টিকা ৷ এখনও পর্যন্ত কলকাতায় প্রায় 35 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷ আরও 50 লাখ মানুষকে টিকা দিতে পারলেই কলকাতায় 100 শথাংশ টিকাকরণের কাজ শেষ হবে ৷

ABOUT THE AUTHOR

...view details