কলকাতা, 10 জুলাই :‘‘ভুয়ো টিকা কেলঙ্কারিতে মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিযোগ্য ধারা প্রয়োগ করা হয়েছে ৷ কিন্তু তেল কেলেঙ্কারিতে কাকে গ্রেফতার করা হবে ?’’ শনিবার ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তোপ দাগলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷
প্রসঙ্গত, জ্বালানি তেলের মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে শনিবার শহরজুড়ে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস ৷ এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ না করে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাস্তায় নামা উচিত।’’ এই বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে ফিরহাদ বলেন, কলকাতা পুলিশের সিট যে তদন্ত করছে, তাতে হাইকোর্টও (Calcutta High Court) সন্তোষ প্রকাশ করেছে ৷ কিন্তু তেল নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে, তার তদন্ত কে করবে ? কোন কেন্দ্রীয় সংস্থা কাকে গ্রেফতার করবে ?
আরও পড়ুন :Madan Mitra : গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মদনের
ফিরহাদের অভিযোগ, আম্বানি, আদানির মতো কিছু বেসরকারি সংস্থার শেয়ারের দর বাড়াতেই ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়ানো হচ্ছে ৷ তাঁর যুক্তি, জ্বালানি তেল থেকে রাজ্য কর বাবদ যে টাকা আদায় করে, তা খুবই সামান্য ৷ কিন্তু সেস-সহ অন্যান্য অধিকাংশই করই আদায় করে কেন্দ্র ৷ কেন্দ্রের তরফে আদায় করা এই মূল্য বাড়াতেই তেলের দাম বাড়ছে বলে অভিযোগ ফিরহাদের ৷ সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে কেবলমাত্র কয়েকটি কর্পোরেট সংস্থাকে লাভবান করতেই মোদি সরকার এই কাজ করছে বলে দাবি করেন তিনি ৷ এমনকী, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে ‘সেল ইন ইন্ডিয়া’ বলেও কটাক্ষ করেন ফিরহাদ ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নীতির জন্য একের পর এক সরকারি সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে ৷