কলকাতা, 24 মে : নিয়োগের বিষয়ে পৌরসভাগুলোকে সতর্ক হওয়ার নির্দেশ দিলেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) । মঙ্গলবার রাজ্যের সমস্ত পৌরসভা ও পৌরনিগমগুলিকে নিয়ে আয়োজিত ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ৷ সেখানেই তিনি বলেন, সরকারি অনুমতি ছাড়া কর্মী নিয়োগ করা যাবে না । শুধুমাত্র গ্রুপ-ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে পৌরসভা নিজের মতো করে নিয়োগ করতে পারে । অন্য ক্ষেত্রে নিয়োগ করতে গেলে রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে ।
প্রসঙ্গত, এদিন পৌরমন্ত্রী বলেন, ‘‘30টা ছেলের চাকরি দিয়ে আপনি জনপ্রিয় চেয়ারম্যান হবেন নাকি তিন লক্ষ মানুষের দায়িত্ব নিয়ে তাঁদের সার্ভিসকে বাড়তি গুরুত্ব দেবেন, এটা আপনাদের উপর নির্ভর করছে । কিন্তু ওই 30 জনের দায়িত্ব নিতে গিয়ে আপনাকে বাড়তি চাপ বহন করতে হবে । যাতে নাগরিক পরিষেবা ব্যাহত হতে পারে । তাই এমনটি না হওয়ায় শ্রেয় ।’’
এদিন ফিরহাদ হাকিমের পরামর্শ, গ্রুপ ডি বাদে সমস্ত নিয়োগ মিউনিসিপাল সার্ভিস কমিশনের (Municipal Service Commission) মাধ্যমে হওয়া শ্রেয় । আপনাদের কাছে অনুরোধ সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে কেউ কোনও নিয়োগ করবেন না ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, বাংলার বাড়ি প্রকল্পে পৌরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ ওঠে কাটমানি নেওয়ার । বহু ক্ষেত্রে এমনও ঘটে যে বাস্তবে নাগরিক পরিষেবা দিতে গিয়ে কোনও অপরাধ না করেও তাদের বদনামের ভাগীদার হতে হয় বলেও অভিযোগ ওঠে ।