পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"গান্ধিকে যারা হত্যা করেছে তাদের দলে আমরা যাব না" অর্জুনকে কটাক্ষ ফিরহাদের - FIRHAD HAKIM

শুভেন্দু অধিকারীকে BJP-তে যোগ দেওয়ার আহ্বান জানান অর্জুন সিং । যার সমালোচনা করেন ফিরহাদ ।

Firhad Hakim slams Arjun Singh over Subhendu issue
অর্জুন সিংয়ের মন্তব্যের জবাব দিলেন ফিরহাদ হাকিম

By

Published : Nov 21, 2020, 6:50 PM IST

কলকাতা, 21 নভেম্বর : শুভেন্দু অধিকারীকে নিয়ে অর্জুন সিংয়ের মন্তব্যের সমালোচনা করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেস নিয়ে কোনও মন্তব্য করার অধিকার নেই অর্জুন সিংয়ের । তিনি এখন অন্য দলে রয়েছেন ।

ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং বলেন, "শুভেন্দু অধিকারীর উচিত তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করা । তিনি নিজের দলে প্রাপ্ত সম্মান পাচ্ছেন না । তাঁর মতো জননেতা-কে অপমান করেছে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ।" অর্জুনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা ফিরহাদ হাকিম বলেন, "অর্জুন এখন অন্য দলে চলে গেছেন । তৃণমূল নিয়ে মন্তব্য করার কোনও অধিকার অর্জুনের নেই ।" তিনি আরও বলেন, "গায়ে মানেনা আপনি মোড়ল । আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা প্রত্যেকে গান্ধিবাদে বিশ্বাসী । আমরা নেতাজির আদর্শকে বিশ্বাস করি । সৌগত রায় ,সুব্রত মুখোপাধ্যায়, প্রত্যেকে গান্ধিবাদে বিশ্বাস করেন । যারা গান্ধিজিকে হত্যা করেছে আমরা সেই দলের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না । আমাদের একটা নীতি-আদর্শ রয়েছে । BJP-র কোনও নীতি-আদর্শ নেই ।"

পাশাপাশি অর্জুন সিংকে কটাক্ষ করে ফিরহাদ জানান, "অর্জুন নিজে একজন তোলাবাজ, মাফিয়া । সে নিজের স্বার্থের জন্য যেকোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারে ।" অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "তৃণমূলের ঘর অটুট রয়েছে । দলে কোনওরকম ভাঙন ধরেনি । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি । যতদিন বেঁচে থাকব কখনওই আমরা বিশ্বাসঘাতকতা করতে পারব না ।"

অর্জুন সিংয়ের মন্তব্যের জবাব দিলেন ফিরহাদ হাকিম

ABOUT THE AUTHOR

...view details