কলকাতা, 24 ডিসেম্বর : তৃণমূলের নতুন কাউন্সিলারদের কাজ শেখাবেন দলের অভিজ্ঞরা । কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার পর জানান ফিরহাদ হাকিম । এবার পৌরনির্বাচনের পঞ্চাশেরও বেশি নতুন মুখকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সবুজ ঝড়ে প্রায় সকলেই জয়ী ৷ নয়া কাউন্সিলারদের কী করণীয়, সেটা বোঝাতে এবার তাঁদের ক্লাস করানোর সিদ্ধান্ত নিল শাসকদল । পাঠ দেবেন পুরনো অভিজ্ঞ কাউন্সিলররাই (experienced counselors will take classes of the new ones ) ।
এলাকায় কীভাবে কাজ করতে হবে, কোন কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া দরকার, কাউন্সিলারদের সীমাবদ্ধতা কতটা, নবাগতদের সমস্তটাই বোঝাবেন তাঁরা । নতুনদের কাজ বোঝাতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "যখন ডাকি, তখন পাই, এটাই হবে একজন কাউন্সিলারের ট্যাগ লাইন । সেই ভাবেই প্রত্যেককে কাজ করতে হবে ।"
নতুনদের এই ক্লাসের শিক্ষক কারা কারা ? মোটামুটি ঠিক হয়েছে অতীন ঘোষ, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, মালা রায়, রত্না শূরের মতো পাড়া রাজনীতি থেকে উঠে আসা পোড়খাওয়া কাউন্সিলররাই নবাগতদের পাশে দাঁড়াবেন । আগামী মঙ্গলবার নতুন মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম । ওই দিনই হবে প্রথম বোর্ডের বৈঠক । তারপর আগামী এক মাসের মধ্যেই কবে কোথায় ক্লাস হবে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে ।
আরও পড়ুন : কলকাতার উন্নয়নে মমতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, আশ্বাস ফিরহাদের
ফিরহাদের পরামর্শ, এলাকার মানুষ সব সময় যে কোন রকমের সমস্যায় যেন কাউন্সিলারকে কাছে পান। এটাই হবে মূলমন্ত্র । ইতিমধ্যেই অতীন ঘোষ বেশ কয়েকজন নবাগত কাউন্সিলারকে পরামর্শ দিয়েছিলেন । লোকের সঙ্গে মিশতে গেলে কাজ দেখতে হবে । মশাবাহিত রোগ নির্মূলের দিকে নিয়মিত নজর দিতে হবে। ঠিক সেভাবেই নিয়ম কানুন-সহ বিভিন্ন বিষয় নিয়ে নতুনদের জানানো হবে এই ক্লাসে।