কলকাতা, 29 জুন: রাজ্যের বেশ কয়েকটি পৌরসভার ওয়ার্ডে উপনির্বাচন হয়(Municipal bye election result)৷ তার ফল বেরিয়েছে বুধবার ৷ চন্দননগরে একটি ওয়ার্ডে সিপিআই(এম) জয়যুক্ত হয়েছে । ওদিকে কংগ্রেসের ঝালদা পৌরসভায় উপনির্বাচনে একটি ওয়ার্ডে কংগ্রেস জিতেছে । এই ফলাফলকে হাতিয়ার করেই বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।
এদিন তিনি বলেন, "এই ফলাফল থেকে মানতে হবে বাংলায় গণতন্ত্র আছে । নিরপেক্ষ নির্বাচন হয়, কেন্দ্রের পুলিশ না থাকলেও । ত্রিপুরায় কেন্দ্রের পুলিশ, রাজ্য সরকার মিলে নিরপেক্ষ নির্বাচন করতে দেয়নি ।"
সম্প্রতি একের পর এক হওয়া নির্বাচন ও আজকের উপনির্বাচনের ফল অনুসারে বামেরা ক্রমশ দ্বিতীয় স্থানে উঠে আসছে । অন্যদিকে বিজেপি কমছে । এদিনের ফলে পৌরসভার একটি ওয়ার্ড বাম ও একটি ওয়ার্ড কংগ্রেস পেলেও কোথাও বিজেপি পায়নি । এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "আমি এক নম্বরে আছি কি না, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ । ক্লাসে প্রথম হচ্ছি আমি । দ্বিতীয় কে হচ্ছে সেটা নিয়ে লড়াই হতে পারে, কিন্তু তাতে আমার কী বলার আছে ।"