কলকাতা, 2 জুলাই: বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগের শেষ নেই । তবে বর্তমানে বেআইনি নির্মাণের প্রবণতা বেশ খানিকটা কম বলে কলকাতা পৌরনিগম সূত্রে খবর । মুখ্যমন্ত্রী বাড়ি তৈরির ক্ষেত্রে একাধিক ছাড় দিয়েছে । তবু একাংশ প্রমোটার বেআইনি কাজ কর্মের জেরে ভুগতে হচ্ছে ফ্ল্যাটের ক্রেতাদের । তাই এবার সংশ্লিষ্ট জমি থেকে শুরু করে ফ্ল্যাটের সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে । তাতে যিনি ফ্ল্যাট কিনবেন তাঁকে যাতে কোনও হয়রানির মুখে পড়তে না হয় । এদিন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) এই নির্দেশ দিয়েছেন ।
শনিবার টক-টু-কেএমসি অনুষ্ঠানে এক নাগরিক অভিযোগ করেন, "আমরা ফ্ল্যাট নিয়েছি কিন্তু সম্পত্তি কর দিতে পারছি না ।" আলোচনায় উঠে আসে কাগজপত্রে ও নিয়মের নানা সমস্যায় কর দিতে পারছেন না তিনি । বাড়িটি সম্ভাব্য বেআইনি । এর পরেই মেয়র বলেন, "বেআইনি তৈরি যেমন অপরাধ, কেনাও সমান অপরাধ । তবে ওই নাগরিক জানতেনই না যে তিনি যে ফ্ল্যাট কিনেছেন তা বেআইনি ।"