পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুব্রত বক্সির কাছে জবাবদিহি করলাম : ফিরহাদ - পুরসভা ভোট

দলীয় বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কোনও কাজ বাকি আছে কি না, থাকলে কেন আছে তা রাজ্য সভাপতির কাছে জবাবদিহি করলাম৷"

Mayor Firhad Hakim
মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Feb 2, 2020, 1:54 AM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : "মেয়র হিসেবে কী কাজ বাকি রয়েছে তা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে জবাবদিহি দিলাম ৷" আজ সন্ধ্যায় তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মেয়র ও কাউন্সিলরদের বৈঠক শেষ করে একথা অকপটে জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "আমরা দলের সৈনিক । দল আমাদের টিকিট দেবে । সে কারণে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে জবাবদিহি দিলাম ।"


পৌরসভা ভোটকে সামনে রেখে আজ কলকাতা পৌরনিগমের মেয়র, মেয়র পারিষদ এবং কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । পৌরনিগমের মেয়র, মেয়র পারিষদ এবং কাউন্সিলরদের কাছ থেকে কাজের খতিয়ান নিলেন তিনি । কেন কাজ হয়নি বা অসম্পূর্ণ কাজ কবে সম্পন্ন হবে তার কৈফিয়ত চাইলেন ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগমের ভোটকে পাখির চোখ করে উন্নয়ন ও জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়তে বললেন ৷

সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ হাকিম

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, " কোন কাজ বাকি আছে এবং কেন বাকি আছে তা আমরা বিশ্লেষণ করলাম দলীয় নেতৃত্বের সামনে । কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় করলাম । মেয়র হিসেবে কী কী কাজ করতে হবে । কোন কোন কাজ আমি করতে পারিনি সেগুলো বললাম । " দলের টিকিট পাওয়া প্রসঙ্গ নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "আমাদের গণতান্ত্রিক দল । একটা নির্বাচনী কমিটি রয়েছে । এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুব্রত বক্সি । তাঁরা বসে ঠিক করবেন কে দাঁড়াবে । আর কে দাঁড়াবে না । এবং অ্যাপ্রুভাল দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । " তিনি আরও বলেন, " সুব্রত বক্সি মানুষের কাছে যাওয়া শুরু করার নির্দেশ দিয়েছেন । আমার কাছে জানতে চাইলেন, কী কী কাজ বাকি রয়েছে ? কেন বাকি আছে ? কাউন্সিলরদের কাছে জানতে চাইলেন কী কাজ বাকি আছে ? দলের যেহেতু সৈনিক, দল আমাদের টিকিট দেবে ৷ তাই দলের কাছে জবাবদিহি দিলাম । "

ABOUT THE AUTHOR

...view details