কলকাতা, 1 ফেব্রুয়ারি : "মেয়র হিসেবে কী কাজ বাকি রয়েছে তা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে জবাবদিহি দিলাম ৷" আজ সন্ধ্যায় তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মেয়র ও কাউন্সিলরদের বৈঠক শেষ করে একথা অকপটে জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "আমরা দলের সৈনিক । দল আমাদের টিকিট দেবে । সে কারণে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে জবাবদিহি দিলাম ।"
সুব্রত বক্সির কাছে জবাবদিহি করলাম : ফিরহাদ - পুরসভা ভোট
দলীয় বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কোনও কাজ বাকি আছে কি না, থাকলে কেন আছে তা রাজ্য সভাপতির কাছে জবাবদিহি করলাম৷"
পৌরসভা ভোটকে সামনে রেখে আজ কলকাতা পৌরনিগমের মেয়র, মেয়র পারিষদ এবং কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । পৌরনিগমের মেয়র, মেয়র পারিষদ এবং কাউন্সিলরদের কাছ থেকে কাজের খতিয়ান নিলেন তিনি । কেন কাজ হয়নি বা অসম্পূর্ণ কাজ কবে সম্পন্ন হবে তার কৈফিয়ত চাইলেন ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগমের ভোটকে পাখির চোখ করে উন্নয়ন ও জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়তে বললেন ৷
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, " কোন কাজ বাকি আছে এবং কেন বাকি আছে তা আমরা বিশ্লেষণ করলাম দলীয় নেতৃত্বের সামনে । কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় করলাম । মেয়র হিসেবে কী কী কাজ করতে হবে । কোন কোন কাজ আমি করতে পারিনি সেগুলো বললাম । " দলের টিকিট পাওয়া প্রসঙ্গ নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "আমাদের গণতান্ত্রিক দল । একটা নির্বাচনী কমিটি রয়েছে । এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুব্রত বক্সি । তাঁরা বসে ঠিক করবেন কে দাঁড়াবে । আর কে দাঁড়াবে না । এবং অ্যাপ্রুভাল দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । " তিনি আরও বলেন, " সুব্রত বক্সি মানুষের কাছে যাওয়া শুরু করার নির্দেশ দিয়েছেন । আমার কাছে জানতে চাইলেন, কী কী কাজ বাকি রয়েছে ? কেন বাকি আছে ? কাউন্সিলরদের কাছে জানতে চাইলেন কী কাজ বাকি আছে ? দলের যেহেতু সৈনিক, দল আমাদের টিকিট দেবে ৷ তাই দলের কাছে জবাবদিহি দিলাম । "