পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP-তে মুকুলের প্রভাব বেড়েছে, তাই দিলীপ ভয় পাচ্ছেন : ফিরহাদ - mukul roy

কয়েকদিন আগে চেতলায় ফিরহাদ হাকিম বলেছিলেন, "রাজ্যে কেন্দ্রীয় বাহিনী তো থাকবে ভোটের ক'দিন। বাকি সময়?" তাঁর এই মন্তব্যের পরই CPI(M) ও BJP-র পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। বিরোধীরা অভিযোগ করেন, তিনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন।

ফিরহাদ হাকিম

By

Published : Mar 15, 2019, 10:38 PM IST

কলকাতা, ১৫ মার্চ : "আমি এমন কিছুই বলিনি যেটা অসাংবিধানিক। রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য পুলিশের হাতে। এখন আর জঙ্গলমহলে খুনোখুনি হয় না। নন্দীগ্রামে গন্ডগোল হয় না। সিঙ্গুরে জোর করে কেউ জমি দখল করে না। এই যে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় আছে এটা কিন্তু পুরোটাই রাজ্য পুলিশের কৃতিত্ব। এর মধ্যে অসাংবিধানিক কী বলেছি?" আজ বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে এমনই বলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

কয়েকদিন আগে চেতলায় ফিরহাদ হাকিম বলেছিলেন, "রাজ্যে কেন্দ্রীয় বাহিনী তো থাকবে ভোটের ক'দিন। বাকি সময়?" তাঁর এই মন্তব্যের পরই CPI(M) ও BJP-র পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। বিরোধীরা অভিযোগ করেন, তিনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আজ তিনি আরও বলেন, "দিলীপ ঘোষ নিজেই ভয় পাচ্ছেন। কারণ দলের অভ্যন্তরে মুকুল রায়ের প্রভাব অনেক বেড়ে গেছে। এখন তো মুরলীধর স্ট্রিটে BJP-র দলীয় কার্যালয় রাখারও প্রয়োজন নেই। কারণ সবাই তো দিল্লিতে গিয়েই দলে যোগদান করছেন। BJP-র পরিচিত মুখ যেমন রাহুল সিনহা, রিতেশ তিওয়ারি, শ্রমিক ভট্টাচার্যরা অস্তিত্ব সংকটে ভুগছেন। অন্যদিকে তৃণমূল থেকে গিয়ে মুকুল রায় দলের পুরো কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিয়েছেন।"

তিনি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন," দলে তাঁর কোনও মূল্য আছে বলে আমার মনে হয় না। নতুন কে দলে যোগ দিচ্ছেন, বা কে দল ছেড়ে চলে যাচ্ছেন, এইসবই তিনি টেলিভিশনের পর্দায় চোখ রেখে জানতে পারছেন। আমার সত্যিই তাঁর জন্য কষ্ট হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details