দূষণমুক্ত পদ্ধতিতে রাস্তা মেরামতি, চালু হল ব্যাচ মিক্স প্লান্ট - পরিবেশ দূষণ
গোড়াগাছার এই ব্যাচ মিক্স প্লান্টে রাস্তা মেরামতির পিচকে প্রক্রিয়াকরণ করা হবে। এরপর সেই মশলা এরপর সেই মশলা এয়ার টাইট অবস্থায় গাড়ি করে নিয়ে এসে রাস্তা মেরামতি করা হবে। 5 কোটি 55 লক্ষ খরচ করে এই ব্যাচ মিক্স প্লান্ট তৈরি করেছে কলকাতা পৌরনিগম। প্রতি ঘণ্টায় 120 মেট্রিক টন পিচ তৈরি করতে সক্ষম এই ব্যাচ মিক্স প্লান্ট ৷
কলকাতা, 2 ফেব্রুয়ারি : পরিবেশ দূষণের মাত্রা কমাতে আরও একটি পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম । সেই উদ্যোগে আজ তারাতলার কাছে গোড়াগাছাতে ব্যাচ মিক্স প্লান্টের উদ্বোধন করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এই হট ব্যাচ মিক্স স্টিক দিয়ে দূষণহীন পদ্ধতিতে রাস্তা মেরামতি করবে কলকাতা পৌরনিগম। আগে রাস্তার উপর গরম পিচকে প্রক্রিয়াকরণ করে রাস্তা মেরামতির কাজ করা হত। কিন্তু রাস্তায় এই পিচ প্রক্রিয়াকরণে মাত্রাতিরিক্ত বায়ু দূষণ হচ্ছিল । পরিবেশবিদরা এর বিরুদ্ধে অভিযোগ করে গ্রিন ট্রাইবুনালে মামলাও করে। গ্রিন ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিল রাস্তায় পিচ গরম করে মেরামতির কাজ করা যাবে না। সেই নির্দেশ মত শহরের বাইরে ব্যাচ মিক্স প্লান্ট তৈরি করেছে কলকাতা পৌর নিগম।
গোড়াগাছার এই ব্যাচ মিক্স প্লান্টে রাস্তা মেরামতির পিচকে প্রক্রিয়াকরণ করা হবে। এরপর সেই মশলা এয়ার টাইট অবস্থায় গাড়ি করে নিয়ে এসে রাস্তা মেরামতি করা হবে। 5 কোটি 55 লক্ষ খরচ করে এই ব্যাচ মিক্স প্লান্ট তৈরি করেছে কলকাতা পৌরনিগম। প্রতি ঘণ্টায় 120 মেট্রিক টন পিচ তৈরি করতে সক্ষম এই ব্যাচ মিক্স প্লান্ট ৷ কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাস্তা সংস্কার করতে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছিল। কোর্টের নির্দেশ থাকায় শহরের মধ্যে পিচ গলিয়ে রাস্তা মেরামত কাজ বন্ধ রাখা হয়েছিল। এখন সহজেই রাস্তার মেরামত করা যাবে। এই নতুন প্লান্ট তৈরি হওয়ার ফলে বায়ু দূষণের মাত্রা অনেকটা কম হবে।
আরও পড়ুন : কোরোনা : বর্জ্য নষ্টের ক্ষেত্রে নিয়ম মানছে না রাজ্য, NGT-তে জনস্বার্থ মামলা পরিবেশবিদের
ফিরহাদ হাকিম জানিয়েছেন আগামী দিনে কোল্ড মিক্স প্লান্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে কলকাতা পৌরনিগমের। এর ফলে বর্ষার সময় রাস্তার মেরামত করা যাবে। লাগাতার বৃষ্টিতে রাস্তা ক্ষতি হয়। কম সময়ে দ্রুত রাস্তা সরানো যাবে কোল্ড মিক্স প্লান্টের সাহায্যে। যদিও এই কোল্ড মিক্স প্লান্ট খুব তাড়াতাড়ি উঠে যায় ৷ এ নিয়ে পুর প্রশাসক জানিয়েছেন, বর্ষার সময় সাময়িকভাবে এই কোল্ড মিক্স দিয়ে রাস্তা সারানো হবে ৷ পরে বর্ষা চলে গেলে সেখানে পিচ দিয়ে রাস্তা মেরামতি করা হবে ৷