কলকাতা, 19 সেপ্টেম্বর: দুর্গাপুজো শুরু হতে হাতেগোনা আর মাত্র ক'টা দিন বাকি ৷ পুজোর আগে শহরের রাস্তা পরিদর্শনে করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ৷ তাঁর সঙ্গে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার ৷ ফিরহাদ আগেই বলেছিলেন পুজোর আগে শহরের রাস্তা (Kolkata road condition) মেরামত কেমন হল, তা দেখতে তিনি পৌর ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে পরিদর্শনে যাবেন ৷
ফিরহাদ হাকিমের সঙ্গে এদিন পৌর কমিশনার ছাড়াও ছিলেন ডিসি ট্রাফিক সুনীল কুমার যাদব, মেয়র পারিষদ রাস্তা অভিজিৎ মুখোপাধ্যায় এবং মেয়র পরিষদ আলো সন্দীপ রঞ্জন বকশি । এদিন কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবন থেকে রওনা হয়ে ফিরহাদ পৌঁছে যান ধর্মতলায় । সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে যান খান্না মোড়ে ।
এরপর সিআইটি মোড় ধরে বেলেঘাটা, শিয়ালদা বিদ্যাপতি সেতু হয়ে রাজাবাজার ট্রাম ডিপো । সেখান থেকে ফের শিয়ালদা হয়ে মৌলালি । মৌলালি ফিলিপস মোড় হয়ে, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং আমির আলি এভিনিউ হয়ে গড়িয়াহাট, গোলপার্ক । পরে ঢাকুরিয়া ব্রিজ, তারাতলা হয়ে নিউ আলিপুর-সহ আরও বেশ কয়েকটি রাস্তা পরিদর্শন করেন তিনি (Repairing of roads of Kolkata) ।
আরও পড়ুন: ডেঙ্গি রোধে পৌরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদে এসইউসিআই
পরিদর্শনের পর এদিন ফিরহাদ হাকিম জানান, রাস্তার গর্তগুলি লাগাতার সারাই চলছে । অনেক জায়গায় মেট্রোর কাজের জেরে রাস্তা খারাপ হয়েছে । বাকি, পুলিশ যেমন তালিকা দিয়েছে সেই মতো পৌরনিগমের রাস্তা বিভাগ অধিকাংশ রাস্তা সারাইয়ের কাজ করে ফেলেছে (repairing of roads of Kolkata before Durga Puja) । উল্লেখ্য, কলকাতার রাস্তার বেহাল অবস্থা নিয়ে নানা সময় নাগরিক অভিযোগ এসেছে । সম্প্রতি মেয়র পারিষদ রাম পেয়ারে রামের পুত্রকে খারাপ রাস্তায় দুর্ঘটনার কবলে পরে প্রাণ দিতে হয়েছে । যদিও সেই রাস্তা ছিল বন্দরের অধীন । তবে এই ঘটনার পর পৌর প্রশাসন শহরের রাস্তার দ্রুত মেরামতিতে তৎপর হয় ।