কলকাতা, 15 অগস্ট:স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim hoists flag at KMC in 76th Independence Day) । ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, ফিরহাদের স্ত্রী ইসমাত হাকিম ও মেয়ে প্রিয়দর্শিনী হাকিম । ছিলেন সমস্ত বিভাগের ডিজিরা । অন্য বছরগুলির মতোই মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস পালিত হল কলকাতা পৌরনিগমে ।
সোমবার কলকাতা পুলিশ ব্যান্ডের জাতীয় সঙ্গীতের সুরের তালে তেরঙাকে সম্মান জানালেন মেয়র । কলকাতা পৌরনিগম প্যারেডে হাজির ছিলেন কলকাতা পৌরপ্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা । এ দিন কলকাতা পৌরনিগমের পুরশ্রী বইয়ের শুভসূচনা করেন ইসমাত হাকিম । স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, "দেশের সার্বভৌমত্ব রক্ষা, ঐক্যবদ্ধ ভারত গড়তে সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে । যে দেশের স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা পৌরনিগমের মেয়রের পদে বসে অলংকৃত করেছিলেন, আমি গর্বিত যে মেয়র হিসাবে আমি সেই অধিকার পেয়েছি ।"