পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিপদের দিনে মানুষের পাশে থাকেন না প্রধানমন্ত্রী: ফিরহাদ - উত্তরাখণ্ডে ধস

উত্তরাখণ্ডে ধসের কবলে পড়ে নিখোঁজ অনেক মানুষ৷ তারপরও তাঁদের পাশে দাঁড়াতে সেখানে যাননি প্রধানমন্ত্রী৷ অথচ হলদিয়ায় দাঁড়িয়ে সরকারি মঞ্চ থেকে রাজনীতি করেছেন তিনি৷ সোমবার একথা বলেন রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তাঁর অভিযোগ, বিপদের দিনে মানুষের পাশে থাকেন না নরেন্দ্র মোদি৷

wb_kol_01_firhad_hakim_reaction_pm_comment_7203415_vis
বিপদের দিনে মানুষের পাশে থাকেন না প্রধানমন্ত্রী: ফিরহাদ

By

Published : Feb 8, 2021, 9:52 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশে এত ভয়াবহ একটা দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর সেখানে পৌঁছে যাওয়া উচিত ছিল৷ তা না করে সরকারি মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি করলেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর পদকে কলঙ্কিত করেছেন তিনি৷ সোমবার এই মন্তব্য় করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বিপদের দিনে মানুষের পাশে থাকেন না প্রধানমন্ত্রী৷

ফিরহাদের দাবি, এই কারণেই হলদিয়ায় প্রধানমন্ত্রীর ভাষণের পর কোনও জবাব দেয়নি তৃণমূল কংগ্রেস৷ রাজ্য়ের মন্ত্রী মনে করেন, রবিবার প্রধানমন্ত্রী তাঁর ভাষণে একমুখো রাজনীতি করে গিয়েছেন। রবিবারের দুর্ঘটনায় অন্তত 175 জন মানুষ নিখোঁজ। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল প্রধানমন্ত্রীর। ফিরহাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে মানুষের জীবনের থেকে রাজনীতির দাম অনেক বেশি৷

রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী বলেছিলেন, তৃণমূলকে এবার রামকার্ড দেখানো হবে৷ এদিন মোাদির এই মন্তব্য়েরও সমালোচনা করেন ফিরহাদ৷ তিনি বলেন, রামের নাম কলুষিত করছেন প্রধানমন্ত্রী৷ এর পরিবর্তে শ্রীরামের পুজো করা উচিত৷ তাঁর মন্দিরে গিয়ে রামনাম করা উচিত৷ রামের মতো চরিত্র গঠন করা উচিত৷ ফিরহাদের মতে, মুখে জয় শ্রীরাম বললেই রাম রাজত্ব প্রতিষ্ঠিত করা যায় না৷

আরও পড়ুন:''নয়া এফডিআই হল ফরেন ডেসট্রাকটিভ আইডিয়োলজি'', গ্রেটা-রিয়ানাদের কটাক্ষ মোদির

প্রসঙ্গত, রবিবার হলদিয়ার পর সোমবার রাজ্যসভাতেও বাংলা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী৷ তাঁর অভিযোগ, বাংলায় বাক-স্বাধীনতা নেই৷ মোদির এই মন্তব্যের প্রেক্ষিতে ফিরহাদ বলেন, দেশে যদি বাক-স্বাধীনতা থাকত, তাহলে দিল্লিতে এতজন কৃষকের মৃত্যু হত না।

পালটা রাজ্য়ের মন্ত্রীর অভিযোগ, বাংলাকে অশান্ত করতেই পরিবর্তন যাত্রা করতে চাইছে বিজেপি। তবে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সচেতন৷ তাঁরা বিজেপির কোনও চক্রান্তের পা দেবেন না বলেই মতা ফিরহাদের৷ একের পর কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা বাংলায় এলেও তাতে ছবিটা বদলাবে না বলে দাবি পুরমন্ত্রীর৷

ABOUT THE AUTHOR

...view details