কলকাতা, 20 অগস্ট: তৃণমূল কংগ্রেসকে বিষাক্ত রাজনৈতিক দল বলায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত ভট্টাচার্যকে (Bengal BJP President Sukanta Majumdar) পালটা জবাব দিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Mayor of Kolkata Firhad Hakim) ৷ শনিবার কটাক্ষের সুরে ফিরহাদ বলেন, "আঙুর ফল খেতে না পারলেই টক । যতই চেষ্টা করুন বাংলায় ক্ষমতায় আসতে পারবেন না ।"
একই সঙ্গে এদিন ফিরহাদ হাকিমের সংযোজন, "ওনার মনে হচ্ছে এটা । কিন্তু বাংলার মানুষের তা মনে হয়নি ৷ তাই রাজ্যের মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় পাঠিয়েছে । সুকান্তর কথায় কি তাহলে বাংলার মানুষ জেনেশুনে বিষ পান করেছেন ? সুকান্তর থেকে বাংলার মানুষের বুদ্ধি অনেক বেশি । ওরা জানে এই দলটা (তৃণমূল কংগ্রেস) মানুষকে সাহায্য করে, মানুষের পাশে দাঁড়ায় । মানুষের হয়ে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের স্বার্থে লড়াই করেন । তাই তৃতীয়বারের জন্য সেই দলটাকে বাংলায় ক্ষমতায় এনেছে । এত অপপ্রচারের পরেও ।"