কলকাতা, 4 জুন : এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানো নিয়ে কেন্দ্রকে নিশানা ফিরহাদ হাকিমের ৷ মোদি সরকারকে দেশ বিক্রির সরকার বলে কটাক্ষ করলেন কলকাতার মেয়র (Firhad Hakim Criticises Center Over Deduction of EPFO Interest Rate) ৷ যা নিয়ে সাধারণ মানুষের কাছে তাঁর প্রশ্ন, ‘‘কানে শুনব না, চোখে দেখব না, মুখে বলব না ৷ আর কতদিন চলবে ?’’ প্রসঙ্গত, ইপিএফ-এর অ্যাপেক্স বডি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি 2021-22 অর্থবর্ষে সুদ কমানোর প্রস্তাব দিয়েছিল ৷ সেই প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ যার পরে 8.5% থেকে ইপিএফ এর সুদের হার কমে 8.1 শতাংশে দাঁড়াল ৷ যা গত চার দশকে সর্বনিম্ন ৷
এ দিন ইপিএফ এর সুদের হার কমিয়ে দেওয়া নিয়ে ফিরহাদ বলেন, ‘‘দেশের মানুষকে যন্ত্রণায় রেখেছে ৷ একদিকে ইপিএফ এর সুদ কমাচ্ছে ৷ যেটা মানুষ সুরক্ষিত লগ্নি বলেই মনে করে ৷ সেই জায়গাটা ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হচ্ছে ৷ যাতে আমরা ইপিএফ টাকা না রেখে, শেয়ারের খেলায় মেতে উঠি ৷ যাতে আমরা টাকা নিয়ে জুয়া খেলি ৷ সেখানে আজ সুরক্ষিত জায়গা নষ্ট করেছে ৷ অর্থাৎ, পুঁজিপতিদের ভাল হোক আর সাধারণ মানুষ শেষ হয়ে যাক ৷’’