পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad Hakim: সিপিআইএম আমলে মার খেয়েই বড় হয়েছি, মন্তব্য ফিরহাদের - সৌগত রায়

সাংসদ সৌগত (Saugata Roy) রায়ের বিরোধীদের প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এদিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) শরীরে এমন কোনও অংশ নেই যেখানে আঘাত পাবেন না । সিপিআইএম আমলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল । আমি সিপিআইএমের হাতে মার খেতে খেতে বড় হয়েছি ।"

Firhad Hakim
Firhad Hakim

By

Published : Sep 3, 2022, 9:56 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: সিপিএমের হাতে আর পুলিশের হাতে আমরা মার খেয়ে খেয়ে বড় হয়েছি । রাজ শক্তি শেষ কথা বলে না, জন শক্তি শেষ কথা বলে । সৌগত রায়ের হুঁশিয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । সৌগত রায় এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়েকে (CM Mamata Banerjee) নিয়ে কিছু বললে পিঠে তাল পড়বে । এই হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে ।

সম্প্রতি শিক্ষক নিয়োগ থেকে গরুপাচার, কয়লাপাচার-সহ একাধিক কাণ্ডে তৃণমূলের বড় থেকে ছোট নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হচ্ছেন বা জেরার মুখে পড়ছেন । বহু জায়গায় সাধারণের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে । আর এ বিষয় যাতে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আঙ্গুল না তোলেন তা নিয়ে গত কয়েক দিন ধরে হুঁশিয়ারি দিয়ে চলেছেন সাংসদ সৌগত রায় (Saugata Roy) ।

সিপিআইএম আমলে মার খেয়েই বড় হয়েছি, মন্তব্য ফিরহাদের

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীকে দুর্নীতির রানি বললে পিঠে তাল পড়তে পারে, ফের বেফাঁস সৌগত

এ প্রসঙ্গেই এদিন কলকাতার মেয়র (Kolkata Mayor) ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন, "বিষয়টি জানি না ।" তবে তার পরেই বলেন, "আমরা গান্ধীবাদী । আমরা মার খেয়েছি । মমতা বন্দ্যোপাধ্যায় শরীরে এমন কোনও অংশ নেই যেখানে আঘাত পাবেন না । সিপিআইএম আমলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল । আমি সিপিআইএমের হাতে মার খেতে খেতে বড় হয়েছি । আমরা অত্যাচারিতদের পাশে দাঁড়াই । রাজশক্তি শেষ কথা বলে না । জনশক্তি শেষ কথা বলে । যে মারে তার থেকে শক্তিশালী, যে মার খেয়ে প্রতিবাদ করে ।"

ABOUT THE AUTHOR

...view details