কলকাতা, 18 মে :ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে কলকাতা পৌরনিগম। আজ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠক করেন । কী কী ব্যবস্থা নিতে হবে এবং কোন কোন কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে হবে সেই নিয়ে বৈঠক করেন তিনি।
কী কী ব্যবস্থা নিতে হবে ? আমফান মোকাবিলায় বৈঠক ফিরহাদ হাকিমের - cyclone amphan
ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পৌরনিগমের কন্ট্রোলরুম ইতিমধ্যেই চালু করা হয়েছে। সেই সঙ্গে পাম্পিং স্টেশন গুলো চালু থাকবে । প্রত্যেকটি বোরোতে লোক থাকবে পৌরনিগমের । লাইটিং ডিপার্টমেন্টে কর্মী থাকবে। সেই সঙ্গে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ও দমকল বিভাগ, কলকাতা পৌরনিগমের সঙ্গে কাজ করবে।
বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন কোরোনার সঙ্গে লড়াই করার সময়েই আবার এই ঘূর্ণিঝড় উপস্থিত হয়েছে। এই বিপর্যয় মোকাবিলায় পৌরনিগম কতটা প্রস্তুত আছে সেই নিয়ে বৈঠকে আলোচনা হয় । অচল পাম্পিং স্টেশনগুলি দ্রুত মেরামত করে কাজ শুরু করতে বলেছেন তিনি। কোথাও জল জমলে প্রয়োজনে অতিরিক্ত পাম্পের ব্যবহারের জন্যও নির্দেশ দিয়েছেন।
ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পৌরনিগমের কন্ট্রোলরুম ইতিমধ্যেই চালু করা হয়েছে। সেই সঙ্গে পাম্পিং স্টেশন গুলো চালু থাকবে ।প্রত্যেকটি বোরোতে লোক থাকবে পৌরনিগমের । লাইটিং ডিপার্টমেন্টে কর্মী থাকবে। সেই সঙ্গে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ও দমকল বিভাগ, কলকাতা পৌরনিগমের সঙ্গে কাজ করবে।
শহরে ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ে, ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে যায়, এছাড়াও রাস্তায় বিপজ্জনক বাড়িগুলি ভেঙে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, লাইটিং ডিপার্টমেন্টের সিভিল ইঞ্জিনিয়রদের সঙ্গে এবিষয়ে আলোচনা হয়েছে। CESC -র সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি । ফিরহাদ হাকিম আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, এখনও একদিন হাতে সময় রয়েছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিতে।
আগামীকাল পৌরনিগমের বিভিন্ন দপ্তর থেকে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতির রিপোর্ট চেয়েছেন ফিরহাদ হাকিম। সেই রিপোর্ট অনুযায়ী যা যা পদক্ষেপ করতে হবে আগামীকাল তা করা হবে।