কলকাতা, 17 ফেব্রুয়ারি: রাজ্য সরকার পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে রাজ্যের স্কুল চালাতে চায়, গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে চর্চা চলছে ৷ রাজ্য সরকারের তরফে এই নিয়ে কোনও নির্দেশিকা প্রকাশ বা ঘোষণা করা না হলেও বিভিন্ন মাধ্যমে এই বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া খসড়াকে কেন্দ্র করে এই আলোচনা আরও গতি পেয়েছে ৷ যদিও সেই খসড়ায় কারও সই বা তারিখ নেই ৷
এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করেছিলেন, সরকারের নিজস্ব পরিকাঠামো ব্যবহৃত হবে শিক্ষাকে বেসরকারিকরণের জন্য । সেখানে হেডমাস্টার থাকবেন না, থাকবেন ডিরেক্টর । কোম্পানি কোম্পানি ভাব । এবার সুজনের এই মন্তব্যের পাল্টা দিল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on on school education privatisation issue)। বৃহস্পতিবার তিনি বলেন, "বেসরকারিকরণ তো সিপিএম এখানে করেছিল । এখানে যে নামকরা বেসরকারি স্কুলগুলি আছে, সেগুলি কোন আমলে শুরু হয়েছে? এখানে স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারিকরণ কে করেছে ? বাইপাসের ধারের দামি দামি জমিগুলো সবাইকে দিয়ে দেওয়া হল কেন! সুতরাং বেসরকারিকরণ তো সিপিএম শুরু করে গিয়েছে । আর সারা ভারতব্যাপী বিজেপি করছে ৷ "