পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mayor Firhad Hakim: বিদ্যুৎস্পৃষ্ট ঠেকাতে মেয়রকে আর্থ-মেগা যন্ত্র কেনার পরামর্শ নাগরিকের - বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঠেকাতে নাগরিকদের হাত জোড় করে আবেদন ফিরহাদের

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঠেকাতে এবার নাগরিকদের কাছে হাত জোড় করে আবেদন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim appealed to citizens) ৷ ফোন করে আর্থ-মেগা যন্ত্র কেনার পরামর্শ দিলেন এক নাগরিক ৷

Firhad Hakim appealed to citizens to prevent incident of electrocution
Mayor Firhad Hakim

By

Published : Jul 9, 2022, 10:22 PM IST

কলকাতা, 9 জুলাই: বর্ষা শুরু হতেই মহানগর যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে । একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে । এবার সেই মর্মান্তিক ঘটনা ঠেকাতে নগরিকদের কাছে আবেদন করলেন খোদ কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim appealed to citizens) । এদিন তিনি বলেন, "বাড়ির কাছে খোলা তার থাকলে বা বিপদজনক অবস্থায় বাতিস্তম্ভ থাকলে আমাকে জানান ।" জোড় হাতে আবেদন করে ফিরহাদ বলেন, "শো টু ইওর মেয়র 8335999111 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানান ।"

শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে কলকাতার নাগরিক পেশায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগে সহকারী বিভাগীয় প্রধান কেডি চট্টোপাধ্যায় ফোন করেন ৷ তিনি মেয়রকে জানান, কলকাতা পৌরনিগম একটি নয়া ওয়েবসাইট আনবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল । সেই ওয়েবসাইটে বলা হয়েছিল, কেমন হবে নাগরিকদের কোন পরিষেবা তা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য ৷

এছাড়াও কোন নাগরিক পরিষেবা বেশি প্রয়োজন, তা নিয়ে সেই পেজে জানাতে বলা হয়েছিল পৌরনিগম তরফে । আর সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঠেকাতে একটি পরামর্শ দিয়েছেন । সেই পরামর্শ নিয়েই এদিন তিনি আবারও ফোন করেছিলেন মেয়রের কাছে । তিনি ফিরহাদকে জানান, কলকাতা পোরনিগম বিদ্যুৎস্পৃষ্ট ঠেকাতে আর্থ-মেগা যন্ত্র কিনতে পারেন ৷ এই যন্ত্রের সমস্ত বিস্তারিত তথ্য তিনি ওয়েবসাইটের পেজে লিখে জানিয়েছেন বলেও মেয়রকে বলেন ৷

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঠেকাতে এবার নাগরিকদের কাছে হাত জোড় করে আবেদন করলেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন:বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে নজরদারির দাবি অ্যাবেকার, হুকিংয়ের অভিযোগ কেএমসি’র

এরপরই মেয়র ওয়েবসাইট খুলে দেখে বলেন, "আপনার পরামর্শ পেয়েছি ।" ওই আর্থ-মেগা যন্ত্র কেনার জন্য আলোক বিভাগের ডিজিকে তিনি নির্দেশ দেন । এছাড়াও ফিরহাদ বলেন, "প্রতিটি ওয়ার্ডে একটি করে যন্ত্র রাখা হবে । এর মাধ্যমে জানা যাবে বাতিস্তম্ভে বিদ্যুৎ লিকেজ রয়েছে কি না । প্রতি ওয়ার্ডে এলাকায় এলাকায় ইঞ্জিনিয়াররা এই যন্ত্র দিয়ে আলোকস্তম্ভগুলি পরীক্ষা করবেন ।"

ABOUT THE AUTHOR

...view details