শহরের বহুতলে কেন বারবার আগুন, ফিরহাদের নিশানায় CESC - old houses
বাগরি মার্কেটে ভয়াবহ আগুনের পর একটি কমিটি গঠন হয়েছিল । যারা বাজারগুলি পরিদর্শন করত। পরবর্তী সময় সুজিত বসু দমকল মন্ত্রী হলে, এই কমিটির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে দায়িত্বভার দেওয়া হয়। তবে বর্তমানে সেই কমিটির কী অবস্থা, তা জানা নেই বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ।
![শহরের বহুতলে কেন বারবার আগুন, ফিরহাদের নিশানায় CESC firhad_hakim_accused_cesc_for_fire_incident_in_kolkata's_old_houses](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9220455-145-9220455-1603016535333.jpg)
কলকাতা, 18 অক্টোবর : কেন বার বার শহরের পুরোনো বাড়িগুলিতে আগুন লাগার ঘটনা ঘটছে? সেই প্রশ্নের জবাবে এবার কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কোর্পোরেশনকেই দায়ি করলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তাঁর অভিযোগ, একটি মিটার থেকে অবৈধভাবে একাধিক বিদ্য়ুতের তার নিয়ে যাওয়া হচ্ছে শহরের পুরোনো বাড়িগুলি থেকে ৷ আর তার জেরেই আগুন লাগার ঘটনা বেশি ঘটছে শহরে ৷ এর জন্য় CESC-কেই দায়ি করেছেন তিনি ৷ শুক্রবার গভীর রাতে গণেশ চন্দ্র অ্য়াভিনিউয়ের একটি বহুতলে আগুন লাগে ৷ সেই ঘটনায় দুই বাসিন্দার মৃত্য়ু হয় ৷ কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, এই সব পুরোনো বাড়িগুলিতে আগুন লাগলে প্রাণহানি বেশি হওয়ার মূল কারণ, সিঁড়ির নিচে মিটার বক্স থাকা ৷ পুরোনো বাড়িগুলিতে একটি মাত্র বেরনোর রাস্তা থাকে ৷ ফলে সিঁড়ির নিচের মিটার বক্সে আগুন লাগলে বাড়ির ভিতরে থাকা বাসিন্দারা বেরিয়ে আসতে পারেন না ৷ যার জেরে বড়সড় বিপদ ঘটে যায় ৷
এ দিন ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, পুরোনো বহুতলগুলিতে একটাই মিটার থেকে বহু বিদ্যুতের লাইন টেনে নিয়ে যাওয়া হয়। এখানে CESC-র গাফিলতি রয়েছে ৷ তারা তাদের মিটার বক্স দিয়ে দেয় ফলে সিঁড়ির তলায় একটার ওপর একটা ইলেকট্রিকের তার জমতে থাকে। এবং এর ফলেই আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তিনি জানিয়েছেন, সবার আগে CESC-র এই বিষয়গুলি দেখা উচিত। অত্যন্ত ঘিঞ্জি অবস্থায় বিদ্যুতের তারগুলি থাকার ফলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সবসময়। বাগরি মার্কেট এর ভয়াবহ আগুন এরপর তিনি একটি কমিটি গঠন করেছিলেন, যারা বাজারগুলি পরিদর্শন করত। পরবর্তী সময় সুজিত বসু দমকল মন্ত্রী হলে, এই কমিটির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে দায়িত্বভার দেওয়া হয়। তবে বর্তমানে সেই কমিটির কী অবস্থা, তা জানা নেই বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ।
বেআইনিভাবে মিটার বক্স থেকে বিদ্যুতের তার টেনে নিয়ে যাওয়া বন্ধ করতে, প্রয়োজনে CESC-র সঙ্গে আলোচনায় বসার কথাও জানান পৌরনিগমের প্রশাসক ৷ এমন বাড়ি নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। একের পর এক ইলেকট্রিকের তার নিয়ে যাওয়ার যে অনুমতি দিয়ে চলেছে CESC তা নিয়েও তিনি কথা বলবেন বলে জানান ফিরহাদ। অন্য়দিকে শনিবারই গণেশ চন্দ্র অ্য়াভিনিউয়ের বাড়িটিতে আগুন লাগার কারণ জানতে পরিদর্শনে যায় ফরেনসিক দল। মিটার বক্স থেকে নমুনাও সংগ্রহ করেছেন ফরেনসিকের আধিকারিকরা ৷ প্রাথমিকভাবে মিটার বক্সে শর্ট সার্কিটে থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তাঁরা।