কলকাতা, 20 জানুয়ারি : "ইউনিক অ্যাসেসমেন্ট ফর্ম আগে নিজে পড়ে বুঝব তারপর শহরের সাধারণ করদাতাদের দিতে বলব৷" বললেন মেয়র ফিরহাদ হাকিম । এ'বিষয়ে আজ তিনি জানান, ডেপুটি মেয়র অতীন ঘোষকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সরলীকরণ করার জন্য । তিনি বলেন, "আগে সেই ফর্ম পড়ে আমি বুঝব, তারপর শহরবাসীকে দেব সেই ফর্ম পূরণ করার জন্য ।"
2017 সালে ইউনিট অ্যাসেসমেন্ট চালু হলেও তা মুখ থুবড়ে পড়ে । শহরে 8 লাখ করদাতার মধ্যে তিন বছরে মাত্র পৌনে দু'লাখ করদাতা ইউনিট অ্যাসেসমেন্ট করের আওতায় আসতে পেরেছেন । ইউনিট অ্যাসেসমেন্ট নিয়ে সাধারণ করদাতাদের কাছে জটিলতা কাটছে না । এর ফলে পৌরনিগমের কোষাগারের অবস্থাও শোচনীয় । তাই বছরের শুরুতেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টাতেই ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট সরলীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।