কলকাতা, 5 নভেম্বর : রাজ্যজুড়ে কালীপুজোয় বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ দীপাবলি ও ছটপুজোতেও নিষিদ্ধবাজি ৷ নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ ৷ বাজি কেনাবেচার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এইসঙ্গে কালীপুজোর মণ্ডপে নো এন্ট্রির নির্দেশ দিয়েছে আদালত ৷
কলকাতা হাইকোর্টের নির্দেশ, 300 বর্গমিটারের মণ্ডপে 5 মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড । একসঙ্গে 10 জন ঢুকতে পারবে এই আয়তনের মণ্ডপে ৷ মণ্ডপ থেকে 5 মিটার দূরত্বে থাকবেন ঢাকি ৷ অন্যদিকে 300 বর্গমিটারের থেকে বড় মণ্ডপে একসঙ্গে 45 জন ঢুকতে পারবে । এইসঙ্গে অন্যান্য স্বাস্থ্যবিধিকে মান্যতা দিতে হবে ৷ যেমন, স্যানিটাইজ়ার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক ।