পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অনভ্যস্ত হাতে স্টিয়ারিং, দুর্ঘটনায় মৃত্যু সহকর্মীর - টালিগঞ্জ ফায়ার স্টেশন

আজ স্টেশন অফিসার কৃষ্ণেন্দু কুন্তল যখন দমকল বিভাগের ছোটো গাড়িটি বের করেছিলেন, তখন তাঁকে সাহায্য করতে গিয়েছিলেন দেবনারায়ণ ও আর এক দমকল কর্মী । যদিও অনভ্যস্ত হাতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি স্টেশন অফিসার। সেটি সোজা গিয়ে চত্বরের পিছনের দিকে থাকা ব্যাডমিন্টন নেটের পোস্টে গিয়ে ধাক্কা মারে। লোহার সেই পোস্ট ছিটকে এসে লাগে দেবনারায়ণ পালের মাথায়।

Firefighter died at Fire station
দমকল কর্মী

By

Published : May 29, 2020, 8:42 PM IST

Updated : May 30, 2020, 2:08 AM IST

কলকাতা, 29 মে: টালিগঞ্জ দমকলকেন্দ্র থেকে গাড়ি বের করার সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক দমকল কর্মীর । অভিযোগ, স্টেশন অফিসার কৃষ্ণেন্দু কুন্তল ঠিকভাবে গাড়ি চালাতে পারেন না। তারপরও তিনি গাড়ি বের করতে যান। তখনই বিপত্তি বাঁধে । গাড়ি বের করতে গেলে সেটি আচমকা ধাক্কা মারে চত্বরে থাকা ব্যাডমিন্টন নেটের পোস্টে । সেই পোস্টের ধাক্কায় মৃত্যু হয় দমকল কর্মী দেবনারায়ণ পালের । ঘটনার পর ক্ষোভপ্রকাশ করেন দমকল কর্মীদের একাংশ। প্রশ্ন উঠছে, কেন গাড়ি চালাতে না পারলেও স্টেশন অফিসার গাড়ি বের করতে গেলেন? যাতে মৃত্যু হল এক দমকল কর্মীর।

2018 সালে AFO হিসেবে কন্ট্রাক্টচুয়াল সার্ভিসে যোগ দেন দেবনারায়ণ পাল (21)। তিনি টালিগঞ্জ দমকল কেন্দ্রেই কাজে যোগ দেন। এখানেই তাঁর প্রশিক্ষণ চলে । আজ স্টেশন অফিসার কৃষ্ণেন্দু কুন্তল যখন দমকল বিভাগের ছোটো গাড়িটি বের করেছিলেন, তখন তাঁকে সাহায্য করতে গিয়েছিলেন দেবনারায়ণ ও আর এক দমকল কর্মী। যদিও অনভ্যস্ত হাতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি স্টেশন অফিসার। সেটি সোজা গিয়ে চত্বরের পিছনের দিকে থাকা ব্যাডমিন্টন নেটের পোস্টে গিয়ে ধাক্কা মারে। লোহার সেই পোস্ট ছিটকে এসে লাগে দেবনারায়ণ পালের মাথায়। ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন আইরিস হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই ঘটনায় শুক্রবার আইরিস হাসপাতালের সামনে দমকল কর্মীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। দমকলের গাড়ি চালানোর জন্য চালক নির্দিষ্ট করা আছে। নিয়ম অনুযায়ী তাঁরাই একমাত্র গাড়ি চালাতে পারেন। সেখানে স্টেশন অফিসার কেন ভালোভাবে গাড়ি না চালাতে পারলেও তা চালানোর চেষ্টা করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Last Updated : May 30, 2020, 2:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details