কলকাতা, 30 অক্টোবর : জোড়াসাঁকো থানা এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল নিষিদ্ধ বাজি ৷ কলকাতা পুলিশের তরফে আজ শহরজুড়ে বিভিন্ন দোকানে তল্লাশি অভিযান চালানো হয় ৷ কোথাও কোনওরকম বাজি বিক্রি হচ্ছে কিনা, তা দেখতে অভিযান চালানো হয় ৷ আর সেই অভিযানে জোড়াসাঁকো এলাকায় দুই ব্যক্তির কাছে 540 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে ৷ যার মধ্যে শব্দবাজিও ছিল বলে জানা গিয়েছে ৷ জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷
প্রসঙ্গত, গতকালই কলকাতা হাইকোর্ট তাদের রায়ে বলেছিল, কলকাতা সহ গোটা রাজ্যে কোনওরকম বাজি বিক্রি বা কেনা যাবে না ৷ করোনা সংক্রমণ এবং দূষণরোধে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ প্রসঙ্গত, এ নিয়ে পুলিশের তরফে আদালতে জানানো হয়েছিল, কোন বাজিতে দূষণ কম হবে, তা পুলিশের পক্ষে নির্ধারণ করা সম্ভব নয় ৷ এর পরেই কলকাতা হাইকোর্ট সবরকম বাজি বেচাকেনার উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ আদালতের নির্দেশ অনুযায়ী আজ কলকাতার সব ছোটবড় দোকানে অভিযান চালায় ৷ সেই অভিযানেই এই বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ ৷
আরও পড়ুন : Daspur Communal Harmony : ইসমাইলের হাতে মৃণ্ময়ী রূপ পান মা কালী, মুগ্ধ হিন্দু প্রতিবেশীরা