পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firecrackers Seized: জোড়াসাঁকো এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বাজি - কলকাতা হাইকোর্ট

কলকাতার জোড়াসাঁকো এলাকা থেকে কয়েকশো কেজি আতসবাজি-সহ গ্রেফতার দুই ব্যবসায়ী ৷ কালোবাজারি করার জন্য ওই বাজিগুলি মজুত করা হয়েছিল বলে মনে করছে পুলিশ ৷

Firecrackers Seized by Kolkata Police in Jorasanko
জোড়াসাঁকো এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বাজি

By

Published : Oct 30, 2021, 3:38 PM IST

কলকাতা, 30 অক্টোবর : জোড়াসাঁকো থানা এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল নিষিদ্ধ বাজি ৷ কলকাতা পুলিশের তরফে আজ শহরজুড়ে বিভিন্ন দোকানে তল্লাশি অভিযান চালানো হয় ৷ কোথাও কোনওরকম বাজি বিক্রি হচ্ছে কিনা, তা দেখতে অভিযান চালানো হয় ৷ আর সেই অভিযানে জোড়াসাঁকো এলাকায় দুই ব্যক্তির কাছে 540 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে ৷ যার মধ্যে শব্দবাজিও ছিল বলে জানা গিয়েছে ৷ জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷

প্রসঙ্গত, গতকালই কলকাতা হাইকোর্ট তাদের রায়ে বলেছিল, কলকাতা সহ গোটা রাজ্যে কোনওরকম বাজি বিক্রি বা কেনা যাবে না ৷ করোনা সংক্রমণ এবং দূষণরোধে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ প্রসঙ্গত, এ নিয়ে পুলিশের তরফে আদালতে জানানো হয়েছিল, কোন বাজিতে দূষণ কম হবে, তা পুলিশের পক্ষে নির্ধারণ করা সম্ভব নয় ৷ এর পরেই কলকাতা হাইকোর্ট সবরকম বাজি বেচাকেনার উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ আদালতের নির্দেশ অনুযায়ী আজ কলকাতার সব ছোটবড় দোকানে অভিযান চালায় ৷ সেই অভিযানেই এই বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ ৷

আরও পড়ুন : Daspur Communal Harmony : ইসমাইলের হাতে মৃণ্ময়ী রূপ পান মা কালী, মুগ্ধ হিন্দু প্রতিবেশীরা

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম গোপাল খাটলাল এবং বিশাল বাদরিয়া ৷ দু’জনেই রাজস্থানের বিকানের বাসিন্দা ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাজিগুলি মজুত করে কালোবাজারি করার পরিকল্পনা করছিল ওই দু’জন ৷ এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এমন আরও অনেক অসাধু ব্যবসায়ী বাজি বিক্রির জন্য মজুত করে থাকতে পারে বলে অনুমান পুলিশের ৷ তাই এই অভিযান চলবে বলে লালবাজার সূত্রে খবর ৷

আরও পড়ুন : Kali Puja 2021 : বাঁকুড়া থেকে চিরতরে বর্গীদের বিদায় দেন মাঁ-ই-ত কালী

পুজোর পর রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে ৷ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও মানুষ সংক্রমণের শিকার হয়েছেন ৷ এই পরিস্থিতিতে বাজির ধোঁয়ায় বায়ু দূষণের ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা ৷ বিশেষ করে যে সব রোগীর হাঁপানির সমস্যা, হৃদরোগ আক্রান্ত হয়েছেন এমন লোকজনের ক্ষেত্রে পরিস্থিতি শোচনীয় হয়ে উঠবে ৷ আর করোনা আক্রান্তদের ক্ষেত্রে বিষয়টি আরও বিপজ্জনক ৷ কারণ, করোনা মূলত ফুসফুসে আক্রমণ করে ৷ তাই বাজির ধোঁয়ায় বায়ু দূষণে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করোনা আক্রান্তদের ৷

ABOUT THE AUTHOR

...view details