কলকাতা, 4 অক্টোবর : পুজোর মুখে ফের অগ্নিকাণ্ড ৷ সপ্তাহের প্রথম কাজের দিনেই আগুন লাগল কলকাতার কলুটোলা স্ট্রিটে ৷ সব শেষ পাওয়া খবর অনুসারে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15টি ইঞ্জিন ৷
আরও পড়ুন :Garden Reach Fire : দমকলবাহিনীর রাতভর চেষ্টায় নিভল গার্ডেনরিচের আগুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকার একটি পুরনো বহুতলে আগুন লাগে ৷ এলাকাবাসীই প্রথম আগুন দেখতে পান ৷ ঘিঞ্জি অঞ্চল হওয়ায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ খবর পাঠানো হয় দমকলে ৷ প্রাথমিকভাবে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরে আরও সাতটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ জোরকদমে শুরু হয় আগুন নেভানোর কাজ ৷