কলকাতা, 29 মার্চ : এবার সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন ৷ খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ হতাহতের খবর নেই ৷
সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সল্টলেকের বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন লাগে । শুরুতে বস্তিবাসীই আগুন নেভানোর চেষ্টা করে ৷ যদিও তা সম্ভব হয়নি ৷ এর মধ্যে দমকলকে জানানো হয় ৷ খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।