কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : ট্যাংরায় প্লাস্টিক কারখানায় আগুন। দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ সকালে ট্যাংরার রাধানাথ চৌধুরি রোডের একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকাল ছ'টা নাগাদ ট্যাংরার রাধানাথ চৌধুরি রোডের একটি কারখানায় আগুন লাগে। ওই প্লাস্টিকের কারখানায় মজুত ছিল প্রচুর দাহ্যবস্তু। ফলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। কারখানা লাগোয়া বেশ কয়েকটি শেডেও প্লাস্টিক এবং অন্য দাহ্যবস্তু মজুত থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দ্রুত খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার খবর পেলেও দমকল আসতে দেরি করে।
ট্যাংরার প্লাস্টিক কারখানায় আগুন, পরে নিয়ন্ত্রণে
আজ সকাল ছ'টা নাগাদ ট্যাংরার রাধানাথ চৌধুরি রোডের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন
অন্যদিকে দমকল সূত্রে খবর, ছ'টি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানায় মজুত থাকা বেশিরভাগ জিনিসই ভস্মীভূত হয়ে গেছে। দমকলের প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন। কারখানাটির ফায়ার লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখছে তারা। ঘটনার তদন্ত শুরু করেছে ট্যাংরা থানার পুলিশ।