পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোররাতে LIC ভবনে আগুন, অগ্নিদগ্ধ 3 - LIC বিল্ডিংয়ে আগুন

ভবনের ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে । তাঁরা ক্যান্টিন কর্মী বলে জানা গেছে । আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

Fire in Kolkata
প্রতীকী ছবি

By

Published : Oct 18, 2020, 12:13 PM IST

কলকাতা, 18 অক্টোবর : রাতে কলকাতায় ফের আগুন । আবারও বউবাজার এলাকায় । এবার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের LIC ভবনে লাগে আগুন । ঘটনায় কমপক্ষে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন । তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ।

আজ ভোর রাতে আগুন লাগে LIC ভবনের চার তলার ক্যান্টিনে । কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ । কিছুক্ষণের মধ্যেই সেখানে বিকট আওয়াজে বিস্ফোরণ হয় । আর তার সঙ্গে সঙ্গেই ভেসে আসে চিৎকার- আর্তনাদ । আশেপাশের মানুষ খবর দেন দমকলে । খবর দেওয়া হয় পুলিশকেও ।

কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনাস্থানে আসে পুলিশ ও দমকল বাহিনী । খবর পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দলকেও । ভবনের ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে । তিনজন ক্যান্টিন কর্মী বলে জানা গেছে। আগুনে গ্যাস সিলিন্ডার ফেটে যায় বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

আরও পড়ুন : মাকে বাঁচাতে পারলাম না, আগুনটা সব শেষ করে দিল

দমকলের পাঁচটি ইঞ্জিনের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন । পরে সেই আগুন ছড়িয়ে পড়ে । যদিও আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে ।

আগের দিনই 31 নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনের একতলায় আগুন লেগেছিল । তার রেশ কাটতে না কাটতেই ফের আগুন কলকাতায় । LIC বিল্ডিং আর সেদিনের আগুন লাগা বহুতলের দূরত্ব খুব বেশি নয় ।

ABOUT THE AUTHOR

...view details