কলকাতা, 29 জুলাই : শিক্ষা নেয়নি নন্দরাম মার্কেট ! 2008 সালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর দমকল বিভাগ এবং কলকাতা পৌরনিগমের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ মাঝে কেটে গেছে 11 বছর ৷ কিন্তু, সেই ত্রুটিগুলি মেরামত করা হয়নি । আজ দমকল বিভাগ এবং পৌরনিগমের তরফে নন্দরাম মার্কেট পরিদর্শন করা হয় ৷ একগুচ্ছ ক্রটি তুলে ধরা হয় ৷
13 তলার মার্কেট । প্রতিটি তলায় প্রচুর দোকান । তার মধ্যেই আজও জতুগৃহ হয়ে দাঁড়িয়েছিল নন্দরাম মার্কেট । 13 জুলাই ফের এই মার্কেটে ফের আগুন লাগে ৷ যা মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ৷ এরপর আজ নন্দরাম মার্কেট পরিদর্শনে যান কলকাতা পৌরনিগম এবং দমকলের পদস্থ আধিকারিকরা ৷ বেসমেন্ট থেকে 13 তলা পর্যন্ত পুরোটাই খতিয়ে দেখা হয় । খতিয়ে দেখেন, 2008 সালের পর তৈরি হওয়া পাম্পিং সিস্টেম । কিন্তু, মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা একেবারেই খুশি করতে পারেনি দমকলকে ৷
পরিদর্শনের সময় মার্কেটের 13 তলায় জলের ট্যাঙ্কে জল প্রায় ছিল না ৷ দমকল বিভাগের নির্দিষ্ট পাইপ লাগিয়ে জল বের করার পর দেখা যায়, তার রং লাল । দমকল কর্তাদের বক্তব্য, নিয়মিতভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রাখা হত তাহলে এরকম হওয়ার কথা নয় । তাছাড়া পাম্প চালানোর পরে দেখা যায় জলের প্রেসার অত্যন্ত কম । এছাড়াও একগুচ্ছ ত্রুটি খুঁজে পায় পরিদর্শক দল ।
পরিদর্শনের পর DG (দমকল) জগমোহন বলেন, "মার্কেটে কোথাও আগুন লাগলে, ঠিক কোন জায়গায় লেগেছে তা বোঝার উপায় নেই । ফলে আগুন যতক্ষণ পর্যন্ত বড় না হচ্ছে, ততক্ষণ বিষয়টি জানা যাবে না । এত বড় মার্কেটের ক্ষেত্রে যা অত্যন্ত চিন্তার বিষয় । এই মার্কেটে আগুনের বিষয়টি লক্ষ্য রাখার জন্য আলাদা একটি রুম থাকা উচিত । সেটা এখানে নেই । ট্যাঙ্কে জল পাইনি । পরে পাম্প চালিয়ে দেখা গেল, জলের প্রেশার অত্যন্ত কম । বিষয়টি খতিয়ে দেখে আমরা কিছু নোট নিয়ে গেলাম । এরপর মার্কেট কর্তৃপক্ষকে কিছু জরুরি পরামর্শ দেওয়া হবে ।"