কলকাতা, 24 অগস্ট:কলকাতা-সহ রাজ্যের জেলাগুলোতে বড় বড় পুজোগুলির (Big Budget Pujas) উপর এবার বাড়তি নজরদারি চালাবে দমকল দফতর (Fire Brigade) । বুধবার দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে আসন্ন পুজোর (Durga Puja 2022) প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Bose) । সেখানেই তিনি একথা জানান এদিন ।
এই বৈঠকে নেতৃত্ব দেন মন্ত্রী সুজিত বসু । ছিলেন সচিব মনোজ আগরওয়াল-সহ দমকল আধিকারিকরা । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (CM Mamata Banerjee) ঘোষণা মতোই পুজো কমিটিগুলির থেকে মণ্ডপের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হবে না। পাশাপাশি কমিটিগুলো যাতে বিদ্যুতের কাজ সঠিকভাবে করে সেসব বিষয় দমকলের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা দেখবেন । মণ্ডপের ছাট বা দাহ্য বস্তুর বিষয়গুলো নজরদারি চালাবেন তাঁরা ।