পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Fire : 25টি ইঞ্জিন নিয়ে সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কলুটোলার আগুন - কলকাতা আগুন

25টি ইঞ্জিন নিয়ে সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় কলুটোলার আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকল কর্মীরা ৷ এদিন সকাল সওয়া সাতটা নাগাদ এলাকার একটি বহুতলে আগুন লাগে ৷ একদিকে প্লাস্টিকের খেলনা এবং অন্যদিকে কাঠের গুদাম থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ৷

fire brigade arrest fire with 25 fire tenders at Colootola
Kolkata Fire : 25 টি ইঞ্জিন নিয়ে সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কলুটোলার আগুন

By

Published : Oct 4, 2021, 6:20 PM IST

Updated : Oct 4, 2021, 8:12 PM IST

কলকাতা, 4 অক্টোবর : প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় কলুটোলার আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকল কর্মীরা ৷ সব মিলিয়ে মোট 25টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় ৷ দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের উৎসস্থল খুঁজে সেখান তা নেভাতে সমর্থ হয়েছেন কর্মীরা ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ তবে সোমবারের এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, সেটা এখনও স্পষ্ট নয় ৷ জানা যায়নি আগুন লাগার কারণও ৷

আরও পড়ুন :Kolkata Fire : কলুটোলা স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকল

সোমবার সকাল সওয়া সাতটা নাগাদ উত্তর কলকাতা কলুটোলার একটি পুরনো বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে ৷ খবর যায় মুচিপাড়া থানাতেও ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্য়েই আগুন ছড়িয়ে পড়ে ৷ পরে জানা যায়, একদিকে প্লাস্টিকের খেলনা এবং অন্যদিকে কাঠের গুদাম থাকাতেই এই বিপত্তি ৷

প্রাথমিকভাবে তিনটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠায় দমকল বিভাগ ৷ কিন্তু তা দিয়ে আগুন বাগে আনা সম্ভব হয়নি ৷ পরে সংখ্যাটা বাড়িয়ে করা হয় 15 ৷ শেষমেশ মোট 25টি ইঞ্জিনের সহযোগিতায় প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷ যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসাতেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে ৷ পাল্টা দমকল বিভাগের বক্তব্য, এই এলাকায় অত্যন্ত ঘিঞ্জি ৷ ফলে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের ৷ তারপরও যুদ্ধাকালীন তৎপরতায় কাজ করেছেন কর্মীরা ৷ সফলও হয়েছেন ৷ বিকেল চারটে নাগাদ আগুন একেবারে নিয়ন্ত্রণে চলে আসে ৷ পাশাপাশি, সময় থাকতে বাড়িটি খালি করে দেওয়ায় হতাহতের কোনও ঘটনাও ঘটেনি ৷

মোট 25টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়

আরও পড়ুন :Sonarpur Fire: সোনারপুরে আঠা তৈরির কারখানায় আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা

তবে কীভাবে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয় ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে ৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ পাশাপাশি, বাড়িটিতে অগ্নিনির্বাপণবিধি ঠিক মতো মানা হচ্ছিল কিনা, সেসবও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Oct 4, 2021, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details