পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Fire : গার্ডেনরিচে ফুড কর্পোরেশনের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের 23টি ইঞ্জিন - fire breaks out in a Warehouse at Garden Reach in Kolkata

গতকাল নিমতলা ঘাট স্ট্রিটের গুদামে অগ্নিকাণ্ডের পর শনিবার সকালে গার্ডেনরিচের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷ পরে আরও 13টি ইঞ্জিন আনা হয় ৷

গার্ডেনরিচের গুদামে আগুন
গার্ডেনরিচের গুদামে আগুন

By

Published : Sep 11, 2021, 11:33 AM IST

Updated : Sep 11, 2021, 12:32 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : ফের শহরে অগ্নিকাণ্ড ৷ শনিবার সকালে গার্ডেনরিচের ফুড কর্পোরেশনের একটি গুদামে আগুন লাগে ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের মোট 23টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নেমেছে ৷ ঘটনাস্থলে এসেছেন দমকল এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ।

পুলিশ সূত্রের খবর, গার্ডেনরিচের তারাতলা রোডে একটি এফসিআইয়ের গোডাউনে আচমকাই আগুন লাগে । দমকলে খবর দেওয়া হয় ৷ তার সঙ্গেই এলাকার বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের কাজে নামেন ৷ তবে তা সত্ত্বেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে । এরপরই দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নামে তারা ।

প্রথমে 10টি থাকলেও অগ্নিকাণ্ডের তীব্রতার জন্য আরও 13টি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয় । এলাকাটি ঘিঞ্জি হওয়ায় পাশের একটি ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়ে । যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল । তারাতলা থেকে গার্ডেনরিচ যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ । এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে । দমকলকর্মীরা জানাচ্ছেন সংশ্লিষ্ট গুদামের মধ্যে রয়েছে একাধিক দাহ্য বস্তু । মাঝে মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে । দমকল এবং কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পদস্থ আধিকারিক রয়েছেন ঘটনাস্থলে ৷ তাঁরাই রাস্তা বন্ধ করেছেন ।

গুদাম থেকে আগুন পাশের ঝুপড়িতে ছড়ানোয় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে

আরও পড়ুন : Nimtala Fire : নিমতলা ঘাট স্ট্রিটের কাঠগুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে 8টি দমকল ইঞ্জিন

গার্ডেনরিচ বরাবর গঙ্গার দমকা হাওয়ায় ফলে আগুন মুহূর্তের মধ্যেই গ্রাস করেছে গোটা গুদাম ঘরকে । ওই গুদামের আশপাশে একাধিক গাড়ি রাখা ছিল । আগুনের হাত থেকে বাঁচাতে সেগুলি কোনও প্রকারে জেসিবি দিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয় । গুদামের মধ্যে দাহ্য বস্তু মজুত থাকায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা ।

গতকালই নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ৷ বাড়ির গ্যাসের সিলিন্ডার ফেলে আগুন লাগে ৷ সেই আগুন বাড়ির নিচে থাকা কাঠের গুদামেও ছড়ায় ৷ তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ গতকালের পর এদিন আবার গার্ডেনরিচের এই অগ্নিকাণ্ড ৷ প্রসঙ্গত, এদিন সকালেই ডানকুনিতেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ সেখানে একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে ৷

আরও পড়ুন : Fire : ডানকুনিতে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন

Last Updated : Sep 11, 2021, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details